ত্রিপুরায় দাঁড়িয়ে বিজেপিকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার নিয়ে সিবিআই-এর জেরা অভিষেকপত্নী রুজিরাকে। নজরে রাষ্ট্রপতি নির্বাচন। প্রধানমন্ত্রীর লক্ষ্য ‘মিশন মোড’। বিধানসভায় ভুল স্বীকার করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জামিন নাকচ ইউটিউবার রোদ্দুর রায়ের।
হেডলাইন:
আরও শুনুন: 13 জুন 2022: বিশেষ বিশেষ খবর- টেট-দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ, চাকরি খোয়ালেন ২৬৯ জন শিক্ষক
বিস্তারিত খবর:
1. বিপ্লব দেবের অপসারণ প্রসঙ্গে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়েই বিজেপিকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগের বছরগুলিতে মুখ্যমন্ত্রী বদলের সিদ্ধান্ত নেওয়া হয়নি, অথচ ২০২২-এই সেই বদল করা হল। এই তথ্য ধরিয়ে দিয়েই অভিষেক জানান, তৃণমূলের ভয়েই মুখ্যমন্ত্রী বদলের সিদ্ধান্ত বিজেবলেও পির। তাঁর দাবি, বিজেপি এখন ভীতসন্ত্রস্ত। তাই এই পদক্ষেপ। এ বছর যেমন মুখ্যমন্ত্রী বদলেছে, ২০২৩-এ ত্রিপুরায় সরকার বদলাবে জোরালো দাবি তাঁর। ‘আচ্ছে দিন’ থেকে ‘ডাবল ইঞ্জিন সরকার’- একাধিক ইস্যুতে বিজেপির বিরুদ্ধে এদিন তোপ দেগেছেন তিনি। তুলে আনেন বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গও। তিনি বলেন, নূপুরের এহেন মন্তব্যে আন্তর্জাতিক মঞ্চে ভারতকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়িতে হয়েছে। পাশাপাশি কংগ্রেস ও সিপিএম-এর বিরুদ্ধে তোপ দাগেন তিনি। চলতি মাসের শেষে ত্রিপুরার ৪ আসনে বিধানসভা উপনির্বাচন। ভোটের প্রচারে এদিন র্যালিও করেন তিনি। হামলা সত্ত্বেও তৃণমূল যে লড়াই ছাড়বে না, তা জানিয়ে চাঙ্গা করেন কর্মীদের। পাশাপাশি আগামী ২০ তারিখ ফের ত্রিপুরা যাবেন বলেই কর্মী-সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক।
2. কয়লা পাচার মামলায় দ্বিতীয়বার সিবিআই জেরার মুখোমুখি হলেন অভিষেকপত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় নরুলা। মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়ি যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৮ সদস্যের একটি দল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রীকে গত বছর মার্চ মাসে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই বয়ান সন্তোষজনক হয়নি বলেই খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে। তাই মঙ্গলবার ফের চলল জেরা। ইতিমধ্যে এই জিজ্ঞাসাবাদ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত শীর্ষ আদালত কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে। যে সময় রুজিরাকে জেরা করল সিবিআই, ঠিক তখন ত্রিপুরা সফরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেরার সময় নির্বাচন নিয়ে কটাক্ষ ধেয়ে এসেছে তৃণমূলের তরফে। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব হন দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। এই প্রসঙ্গে মঙ্গলবার ত্রিপুরায় দাঁড়িয়েই মুখ খোলেন অভিষেক। তিনি জানান, ভয় দেখালেও তাঁকে দমিয়ে রাখা যাবে না। তৃণমূল অন্যান্যদের মতো চুপ করে বসে থাকার দল নয়। টানা কয়েকঘণ্টা জেরার পর এদিন ‘শান্তিনিকেতন’ থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।