মহাকাশ গবেষণায় বড় সাফল্য ভারতের। ব্যর্থতা পেরিয়ে সফলভাবে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান-৩। পঞ্চায়েতের পরেও থামছে না অশান্তি। গলসিতে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, আহত অন্তত ৬। ভোট পরবর্তী হিংসায় আহত কর্মীদের দেখতে এসএসকেএম-এ গেলেন অভিষেক। পঞ্চায়েত জয়ের পর একুশের প্রস্তুতি শুরু তৃণমূলের। ধর্মতলায় খুঁটিপুজো, প্রকাশ্যে এল ‘২১শে জুলাই এর গান’। আশঙ্কা বাড়াচ্ছে দিল্লির বন্যা পরিস্থিতি। ফ্রান্সের বাস্তিল দিবসে ‘গেস্ট অফ অনার’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থ-সহ ৭ গুরুত্বপূর্ণ দপ্তর অজিত পওয়ার শিবিরকে।
হেডলাইন:
আরও শুনুন: 12 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- ভোটহিংসায় নিহতদের ২ লক্ষ টাকা সাহায্য, চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. বছর চার আগের ব্যর্থতা ঝেড়ে ফেলে চন্দ্রাভিযানে আরও একবার সাফল্যের মুখ দেখল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। শুক্রবার পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দুপুর ঠিক ২ টো বেজে ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান-৩। লক্ষ্য উপগ্রহের দক্ষিণ মেরু। বিজ্ঞানীদের অঙ্ক বলছে, ২৩ বা ২৪ আগস্ট উপগ্রহের মাটি ছোঁবে চন্দ্রযান-৩। চাঁদ অভিযানে ভারতের এই সাফল্যে নিঃসন্দেহে আন্তর্জাতিক মহাকাশ গবেষণার জগতে বিশাল কীর্তি। রাশিয়া, আমেরিকা, চিনের পরে চতুর্থ দেশ হিসেবে এই সাফল্যের অধিকারী হল ভারত।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে চন্দ্রযান তৈরি করে তা চাঁদে পাঠানোর জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিলেন দেশের মহাকাশবিজ্ঞানীরা। ২০১৯ সালে চন্দ্রযান-২ সফলভাবে উৎক্ষেপণ করা হলেও, চাঁদে অবতরণের সময় ল্যান্ডার ‘বিক্রম’ বিচ্ছিন্ন হয়ে আচমকা ভেঙে পড়েছিল। কিন্তু এবার ইসরোর দাবি, আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাই সফলভাবেই চাঁদের দক্ষিণ প্রান্তে ‘সফট ল্যান্ডিং’ করা সম্ভব হবে এবার। ঐতিহাসিক এই মিশনের জন্য ‘জয় হিন্দ’ ধ্বনি তুলে ইসরো-কে শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার, অনুপম খের, সুনীল শেট্টি-র মতো তারকারাও।
2. পঞ্চায়েত ভোট মিটলেও অশান্তি থামছে না রাজ্যে। শুক্রবার ভোট পরবর্তী সময়ে ফের রাজনৈতিক হিংসায় অশান্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের গলসি। লাঠি, রড দিয়ে আক্রমণ, পালটা আক্রমণ, বাড়ি-দোকান ভাঙচুরের অভিযোগ উঠল শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত সিপিএম, কংগ্রেস। হামলায় জখম দু’পক্ষের ৬ জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। অভিযোগ, শাসকদলের সমর্থকরা সিপিএম ও কংগ্রেস সমর্থকদের উপরে চড়াও হয়। এরপরই এক মহিলা-সহ চার সিপিএম সমর্থক উপর হামলা চালানো হয়। পালটা পারাজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জাহাঙ্গির শেখের উপর ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে সিপিএম সমর্থকদের বিরুদ্ধে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশ।
এদিকে ভোট পরবর্তী হিংসার অভিযোগে শুক্রবারও রাজ্যকে ফের কড়া আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। টুইটে রাজ্যকে নিশানা করে বিরোধী দলনেতার বক্তব্য, “বিজেপি-সহ অন্যান্য বিরোধী দলের কর্মীদের স্রেফ পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়ার জন্য অত্যাচার করছে অথচ পুলিশ দেখেও দেখছে না।” বিরোধী দলনেতাকে পালটা দিয়েছে তৃণমূলও। পরিকল্পিত চিত্রনাট্য করে সাধারণ মানুষের সঙ্গে নোংরা খেলা খেলছেন শুভেন্দু, দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এই কারণে শুভেন্দুর বিরুদ্ধেই কড়া ব্যবস্থা নেওয়ার দাবি কুণালের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।