সন্দেশখালির ঘটনায় আরও তৎপর প্রশাসন। ইডির উপর হামলায় গ্রেপ্তার আরও ২, ধৃত মোট ৪। ঘটনার ৯ দিন পরও অধরা শাহজাহান শেখ। বাড়ি থেকে উদ্ধার টাকা নিয়ে মুখ খুললেন শংকর আঢ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার ‘ভূতুড়ে’ চাকরির হদিশ দিল খোদ স্কুল সার্ভিস কমিশন।মালদ্বীপের গুরুত্বপূর্ণ নির্বাচনে হার মুইজ্জুর দলের। ভারতীয় সেনাকে দেশ ছাড়ার নির্দেশ ক্ষুব্ধ প্রেসিডেন্টের।মালয়েশিয়া ওপেনে ইতিহাস ভারতের। ফাইনালে রুপো জয় সাত্বিক-চিরাগ জুটির।
হেডলাইন:
আরও শুনুন: 13 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- পুরুলিয়ায় সাধু নিগ্রহ ‘তোষণের ফল’, তোপ অনুরাগের, পালটা তৃণমূলের
বিস্তারিত খবর:
1. সন্দেশখালিতে ইডির উপর হামলার অভিযোগে গ্রেপ্তার আরও ২। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন সঞ্জয় মণ্ডল ও আলি হোসেন ঘরামি। ধৃত সঞ্জয় সন্দেশখালির রামপুরের বাসিন্দা। তাঁকে ন্যাজাট থানা এলাকার বাগদি পাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আলি হোসেন ঘরামি মিনাখাঁর বাসিন্দা। তাঁকে খরবেরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকেই বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এদিকে হামলার ৯ দিন পরেও অধরা শাহজাহান শেখ। তাঁর খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। ন্যাজাট থানার তরফে জারি হয়েছে পুলিশ লুক আউট নোটিশও।
2. রেশন দুর্নীতি মামলায় নতুন মোড়। বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে এবার মুখ খুললেন খোদ শংকর আঢ্য। রবিবার স্বাস্থ্যপরীক্ষায় যাওয়ার পথে তিনি সাফ জানালেন, এই টাকা ব্যবসার। তাই বাড়িতে টাকা থাকতেই পারে। তবে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন করলে কোনও জবাব দেননি বনগাঁর তৃণমূল নেতা। কিছুদিন আগে রেশন দু্র্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্য। এইসময় শংকরের বাড়ি থেকে উদ্ধার হয় সাড়ে আট লক্ষ টাকা। এদিন এই টাকার প্রসঙ্গে তৃণমূল নেতা ব্যবসার কথা বলেন। জানা গিয়েছে, বিদেশি মুদ্রা বিনিময়ের ব্যবসা রয়েছে শংকরের। তাঁর পরিবারের সদস্যদের নামেও রয়েছে সংস্থা। ইডির নজরে রয়েছে সেইসবও। তবে তদন্তকারী সূত্রে খবর, নিয়ম মেনে মুদ্রা লেনদেনের ব্যবসা করতেন না এই তৃণমূল নেতা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।