সাভারকর প্রসঙ্গ টেনে সংসদে মোদিকে তোপ রাহুল-সৌগতর। অভয়ার ধর্ষণ-খুনের তদন্তে ব্যর্থ সিবিআই। অভিযোগে নিজাম প্যালেস ঘেরাও কংগ্রেসের, জামিনের প্রতিবাদে ফের এল রাতদখলের ডাক। তন্ময়ের সাসপেনশন প্রত্যাহার সিপিএমের। মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি কাণ্ডে ক্লিনচিট দলের। শহিদ বুদ্ধিজীবী দিবসে জুতো পরেই স্মৃতিসৌধের চত্বরে ইউনুস। বিজয় দিবসে কলকাতায় পাঠানো হতে পারে ভুয়ো মুক্তিযোদ্ধাদের, আশঙ্কা তসলিমার। পুরো গাব্বা টেস্টই ভাসতে পারে বৃষ্টিতে। বর্ষণের পূর্বাভাস আগামী পাঁচদিনই।
হেডলাইন:
আরও শুনুন:
বিস্তারিত খবর:
1. সংসদে দাঁড়িয়ে সাভারকর প্রসঙ্গ টেনে শাসক শিবিরকে তুলোধোনা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা চলছে। আর সেখানেই রাহুলের অভিযোগ, ‘সাভারকর স্পষ্ট বলেছিলেন, আমাদের সংবিধানে ভারতের কিছু নেই। সংঘ পরিবার সংবিধানে বিশ্বাস করে না, মনুস্মৃতিতে বিশ্বাস করে।’ ঘটনাচক্রে এদিনই সাভারকরকে নিয়ে পুরনো মন্তব্যের জেরে বিরোধী দলনেতাকে সমন পাঠাল উত্তরপ্রদেশের লখনউয়ের এক আদালত। আগামী ১০ জানুয়রির মধ্যে রাহুলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে একা রাহুল নন, হিন্দুত্ববাদী আইকন সাভারকরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করে মোদিকে বেনজির আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
এদিকে বিরোধীদের ছেড়ে কথা বলেননি প্রধানমন্ত্রীও। বস্তুত যে অভিযোগে বারবার বিদ্ধ হতে হয় তাঁকে, এবার সেই অস্ত্রেই বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে সংবিধান নিয়ে আলোচনার জবাবি ভাষণে তাঁর বক্তব্য, “ভারতীয় সংবিধান বৈচিত্রের মধ্যে ঐক্যের গুরুত্ব বুঝেছে। কিন্তু এই বৈচিত্রের ভারতে বিভেদের বিষ ছড়াচ্ছে কেউ কেউ।” সংবিধানকে আঘাত করা নিয়ে গান্ধ?ঈ পরিবারকেও যথারীতি তোপ দেগেছেন নরেন্দ্র মোদি।
2. আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তে ব্যর্থ সিবিআই। এই অভিযোগে কংগ্রেসের নিজাম প্যালেস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশ এবং কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। প্রতিবাদে নিজাম প্যালেসের সামনে অবস্থান বিক্ষোভে কংগ্রেস।
৯০ দিন কেটে যাওয়ার পরেও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই। সে কারণেই জামিন পেয়েছেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আদালতের এই নির্দেশের পরই সিবিআইয়ের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। নিজাম প্যালেসের সামনে কংগ্রেসের বিক্ষোভ ছাড়াও কলেজস্ট্রিটে বিক্ষোভ দেখায় এসএফআই। প্রতিবাদে শামিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স, অভয়া মঞ্চের সদস্যরা। সুবিচার পাওয়ার জন্য ফের উঠল রাতদখলের ডাকও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।