আসানসোলে শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা। বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু দুই মহিলা ও এক কিশোরীর। জখম কমপক্ষে আরও ৭ জন। এখনই সিবিআই-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়। লালন শেখ মৃত্যুর তদন্ত আপাতত সিআইডি-র হাতেই। শুধু সিবিআই নয়, ওএমআর শিট বিকৃতি মামলায় তদন্ত চালাবে ইডিও। অবিলম্বে শূন্যপদে নিয়োগেরও নির্দেশ বিচারপতির। সুপ্রিম কোর্টে ফের ধাক্কা। পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।
হেডলাইন:
আরও শুনুন: 13 ডিসেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- লালন শেখের মৃত্যুর কারণ বিস্তারিত জানাক CBI, দাবি মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. আসানসোলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে বিশৃঙ্খলার জেরে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত তিনজনের। মৃতদের মধ্যে দুজন মহিলা ও এক কিশোরী রয়েছে বলে খবর। জখম আরও ৭ জন। আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে ছিল ধর্মীয় অনুষ্ঠান শিবচর্চা ও কম্বল বিতরণ। ওই অনুষ্ঠানে মূল অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে হাজির ছিলেন জেলার শীর্ষস্তরের বিজেপি নেতারা। অনুষ্ঠানে প্রায় ৫ হাজার কম্বল বিতরণের কথা ছিল। কিন্তু প্রতীকীভাবে ৩-৪টি কম্বল বিলি করে মঞ্চ থেকে নেমে যান শুভেন্দু অধিকারী। দলীয় কার্যালয়ে বৈঠকে চলে যান তিনি। এরপরই কম্বল পাওয়া যাবে না এই আশঙ্কায় হুড়োহুড়ি পড়ে যায়। চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তার জেরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত তিনজনের। জখম ৭ জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। যদিও এই ঘটনা যখন ঘটে সেই সময় অনুষ্ঠান মঞ্চে ছিলেন না বিরোধী দলনেতা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
2. মমতার পাহাড় সফরে অশনি সংকেত দেখছেন মোদি-শাহরা। ত্রিপুরা ও অসমের পর মেঘালয়ে তৃণমূল শক্ত জমি তৈরি করলে ‘সেভেন সিস্টার’ রাজ্যগুলিতে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে বিজেপিকে। তাই মমতা-অভিষেকের সফর শেষ হতে না হতেই ময়দানে নেমেছে গেরুয়া শিবিরও। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় শিলং ছাড়ার পরই বিজেপিতে যোগ দিয়েছেন মেঘালয়ের চার বিধায়ক। তাঁদের মধ্যে রয়েছেন এনপিপি-র বেনেডিক্ট আর মারাক, ফার্লিন সি এ সাংমা, নির্দল বিধায়ক সামুল সাংমা। এছাড়া কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করা হিমালয়া মুক্তান শাংপ্লিয়াং-ও এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। সূত্রের খবর, শাংপ্লিয়াং-সহ বাকি বিধায়কদের দলে টানতে মোটা টোপ দিয়েছিল বিজেপি।
চব্বিশের মহারণের আগে পাহাড়ের আবেগকে হাতিয়ার করে ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের মেঘালয় সফরে ব্যাপক সাড়া পেয়েছেন তৃণমূল সুপ্রিমো। মঞ্চে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে পরিস্থিতি বিজেপির চিন্তা বাড়াচ্ছে। এদিকে মেঘালয়ের পাশাপাশি উত্তর-পূর্বের আরও তিন রাজ্য- ত্রিপুরা, মিজোরাম ও নাগাল্যান্ডে বিধানসভা ভোট দোরগোড়ায়। তাই মোদি ম্যাজিককে জিইয়ে রাখতেই সর্বশক্তি দিয়ে ময়দানে নামছে বিজেপি, মত রাজনৈতিক মহলের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।