অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই-এর পাশাপাশি তোপ বিজেপিকেও। বিরোধীদের সেটিং তত্ত্বেরও জবাব দিলেন মমতা। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির। স্মরণ দেশের স্বাধীনতা সংগ্রামীদের। দেশের গণতন্ত্রের শক্তির কথাও মনে করালেন রাষ্ট্রপতি। সংকট কেটেছে সলমন রুশদির। ভেন্টিলেটর থেকে বের করা হয়েছে প্রখ্যাত লেখককে। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল শিবিরের হেভিওয়েট নেতৃত্বদের গ্রেপ্তার করাতে চায় বিজেপি, বিস্ফোরক দাবি তাঁর। ২০২৪-এর নির্বাচনে হারের ভয়েই বিজেপি এই কাজ করছে বলে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি বিরোধীদের তোলা সেটিং-এর অভিযোগেরও স্পষ্ট জবাব দিয়েছেন তিনি।
এদিন বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে ইডি-সিবিআইয়ের গ্রেপ্তারি নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রশ্ন তুললেন, “কী করেছিল কেষ্ট?” অনুব্রতকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলেই অভিযোগ করেছেন তিনি। এমনকি অনুব্রত কোনও দিন ক্ষমতা বা পদ চাননি বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। এরপরই তৃণমূল নেত্রী বলেন, “ওদের পরিকল্পনা আমি জানি। এমনি ভোটে জিততে পারবে না। তাই বলছে, ববিকে গ্রেপ্তার করো। অরূপকে গ্রেপ্তার করো। মালাকে গ্রেপ্তার করো। অভিষেককে গ্রেপ্তার করো। কবে কবে করবে বলো? কাকে কোন জেলে রাখবে? আমার সব কর্মীকে নিয়ে আমি জেল ভরো আন্দোলন করব।” বাংলার ৮ আধিকারিককে দিল্লিতে তলব করা নিয়েও এদিন কেন্দ্রকে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবদিক দিয়েই বিজেপি মানুষের স্বাধীনতা হরণ করছে অভিযোগ করে এদিন সোচ্চার হলেন মমতা। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়েও বিরোধীরা সেটিং তত্ত্ব সামনে এনেছিল। এদিন তাঁর জবাব দিয়ে মমতা বলেন, “অনেকে বলছে আমি সেটিং করতে দিল্লি গেছি। কেন যাব না? আমার ১০০ দিনের কাজের শ্রমিকরা ৭ মাস টাকা পায় না। এদের জন্য আমায় যেতে হলে হাজার বার যাব।’ বিরোধীদের পালটা তোপ দেগে মমতা সাফ বুঝিয়ে দিলেন রাজ্যের প্রয়োজনে তিনি দরকার হলে আবারও দিল্লি যাবেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সমালোচনার ঝাঁজে ফের লড়াইয়েরই বার্তা দিলেন মমতা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
2. স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশ জুড়ে পালিত আজাদি কি অমৃত মহোৎসবের উল্লেখ করে রাষ্ট্রপতি স্মরণ করলেন দেশের স্বাধীনতা সংগ্রামীদের। যাঁদের ত্যাগের কারণে দেশ এই মাইলস্টোনে পৌঁছাতে পেরেছে, তাঁদের সামনে নত হওয়ার দিন বলেই স্বাধীনতা দিবসকে উল্লেখ করেন তিনি। এদিন তাঁর বক্তৃতায় উঠে আসে মহামারী প্রসঙ্গ। চিকিৎসক, বিজ্ঞানী থেকে শুরু করে মহামারীর বিরুদ্ধে যাঁরা লরাই করেছেন তাঁদের সকলের কৃতিত্ব ও গৌরবের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। পাশপাশি তিনি মনে করিয়ে দেন দেশের গণতান্ত্রিক পরিসরের শক্তির কথাও। নারী ক্ষমতায়ন থেকে শুরু করে দেশের বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি ও সাফল্যের কথাই, এদিন তাঁর প্রথম ভাষণে তুলে ধরলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।