ইডির তলবে সাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। টানা ৯ ঘন্টা জেরা শেষে বেরোলেন ইডি দপ্তর থেকে। জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য থেকে মাইনাসে, সাফ কথা অভিষেকের। মাদ্রিদে পৌঁছলেন মমতা। বৃহস্পতিবার বৈঠক লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে। চলতি বছরের ডিসেম্বরেই ফের প্রাথমিক টেট রাজ্যে। পর্ষদের ওয়েবসাইটে পরীক্ষার ফর্ম মিলবে বৃহস্পতিবার থেকেই। ‘ড্যানিয়েল’ ঝড়ে বিধ্বস্ত লিবিয়া। বেলাগাম বৃষ্টিতে তিন নদীবাঁধ ভেঙে লণ্ডভণ্ড একাধিক শহর। ৫০০০ ছাড়াল মৃতের সংখ্যা, নিখোঁজ ১০ হাজারের বেশি।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সাড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার সকালেই তিনি হাজিরা দেন সিজিও কমপ্লেক্সে। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ পর্ব শেষে এদিন রাতে ইডি দপ্তর থেকে বেরোন অভিষেক। জানান, এদিনের জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য থেকে মাইনাসে গিয়ে পৌছেছে। যাঁরা রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে না, তাঁরাই এই ধরনের কাজ করছে বলে সাফ কথা তাঁর। এদিন ধুপগুড়ি প্রসঙ্গও উঠে আসে তাঁর মুখে। তবে তিনি জানান, রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা এই ধরনের কাজ করতে বাধ্য হচ্ছে। তবে, ইণ্ডিয়া জোটের কাজে বাধা দিতেই যে এই ধরনের পরিকল্পনা, তা স্পষ্ট করে দেন। এদিনই ছিল ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক। কিন্তু ইডির তলবের দরুন নয়াদিল্লিতে বৈঠকে উপস্থিত থাকতে পারেননি অভিষেক। এই পরিস্থিতিতে অভিষেকের জন্য একটি চেয়ার ফাঁকা রেখে প্রতিবাদ করেন জোটসঙ্গীরা। জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনেই অভিষেককে তলব করাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সুর চড়িয়েছেন শিব সেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। বৈঠক শেষে যৌথ বিবৃতি দিয়ে অভিষেকের পাশে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটি। বিজেপির প্রতিহিংসার রাজনীতির শিকার হচ্ছেন অভিষেক বলেই দাবি বিরোধী জোটের। তবে জিজ্ঞাসাবাদ পর্ব শেষে বেরিয়ে লড়াই জারি রাখারই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই ধরণের রাজনীতির যোগ্য জবাব মানুষ দেবেন বলেই আশাবাদী অভিষেক।
2. আট দিনের স্পেন সফরে মাদ্রিদ পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে শুরু হবে মূল কর্মসূচি। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠক সারবেন তিনি। ওই বৈঠকে থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং কলকাতার তিন প্রধান দল মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের তিন কর্তা। বৈঠকে বাংলার ফুটবলের উন্নতিকল্পে ‘লা লিগা’র সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি মউ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। বস্তুত, রাজ্যে শিল্পের জন্য লগ্নি আনার লক্ষ্যেই স্পেন সফর মমতার। আগামী সোমবার দুপুরে বার্সেলোনায় শিল্পবৈঠক করবেন তিনি। সেখানে যোগ দেবেন বাংলার শিল্পপতিরাও। এদিকে এদিন মাদ্রিদে যাওয়ার আগে দুবাই বিমানবন্দরে হঠাৎ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহের সঙ্গে দেখা হয় বাংলার মুখ্যমন্ত্রীর। চলতি বছরে কলকাতায় হতে চলা বিশ্ববাংলা বাণিজ্যিক সম্মেলনে বিক্রমাসিংহেকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পালটা তাঁর থেকে শ্রীলঙ্কা যাওয়ার আমন্ত্রণ মিলেছে তাঁর। পাশাপাশি বিরোধী জোটের প্রধান মুখ এখন তিনিই কি না, মমতাকে এই প্রশ্নও করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। বিরোধী জোটে মমতার গুরুত্ব যে এখন দেশের বাইরেও চর্চায় উঠে এসেছে, বিক্রমাসিংহের মন্তব্যেই তা স্পষ্ট হয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।