জট কাটার ইঙ্গিত। সোমবার IMA-সহ চিকিৎসক সংগঠনগুলিকে বৈঠকে ডাক মুখ্যসচিবের। ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহারের আর্জি জেডিএফ-কে। রাজ্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন IMA-র। মঙ্গলবার দেশজুড়ে প্রতীকী অনশনের ডাক। অরন্ধন পালনে শামিল অভয়ার পরিবার। অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ। সরকার ও ডাক্তারদের মধ্যে মধ্যস্থতা করতে চান বিশিষ্টরা। ইমেল পাঠালেন দু’পক্ষকেই। ডাক্তারদের আন্দোলনের মাঝেই এসএসকেএমে তাণ্ডব দুষ্কৃতীদের। হকিস্টিক-উইকেট নিয়ে হামলা, আক্রান্ত রোগীর পরিবার।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সাড়া রাজ্যের। সোমবার IMA-সহ চিকিৎসক সংগঠনগুলিকে বৈঠকে ডাক মুখ্যসচিবের। নবান্নের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্যভবনে বেলা সাড়ে ১২টায় হবে সেই বৈঠক। প্রত্যেক সংগঠন থেকে দু’জন প্রতিনিধি থাকতে পারবেন বৈঠকে।
আর জি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের অনশনের সমর্থনে আগামী মঙ্গলবার সর্বভারতীয় সংগঠনের তরফে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে। রবিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি রাজ্য শাখার কাছে পৌঁছতেই আসরে নামল রাজ্য সরকার। মনে করা হচ্ছে, অচলাবস্থা কাটাতে সরকারের এই উদ্যোগ। জানা যাচ্ছে, এর পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের সংগঠনকেও মেল করেছেন মুখ্যসচিব। মঙ্গলবার, পুজো কার্নিভালের দিন ‘দ্রোহের কার্নিভালে’র ডাক দিয়েছিলেন তাঁরা। পুজো কার্নিভালে দর্শকদের ভিড়ের কথা মাথায় রেখে ওই কর্মসূচি প্রত্যাহার করা হোক, আবেদন মুখ্যসচিব পন্থের।
2. আর জি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের। এবার দেশজুড়ে প্রতীকী অনশনে নামছেন চিকিৎসকেরা। IMA জানিয়েছে, আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার অনশন করবেন দেশের সমস্ত মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। রবিবার আইএমএ-র সদর কার্যালয় থেকে রাজ্যের আঞ্চলিক শাখাগুলিতে এই খবর জানানো হয়েছে। এছাড়া সোমবার রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতেও প্রতীকী অনশন হবে। আগেই সোম ও মঙ্গলবার রাজ্যের ৩০টির বেশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা পেনডাউন অর্থাৎ কর্মবিরতি পালনের কথা ঘোষণা করেছিলেন। যদিও চালু থাকবে জরুরি পরিষেবা। এদিকে জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে রবিবার অরন্ধন কর্মসূচি পালন করলেন অভয়ার মা-বাবাও। আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসন দ্রুত আলোচনা করে সমস্যার সুস্থ সমাধান করুক, দাবি মৃতার মায়ের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।