ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে তৎপর কেন্দ্র। ‘অপারেশন অজয়’-এ দিল্লি ফিরলেন ২১২ জন। বাংলার ৫৩ জনকে রাজ্যে আনার দায়িত্ব নিল নবান্ন। দেবীপক্ষে জনসংযোগে জোর অভিষেকের। নিয়োগ মামলায় এবার তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে। পুজোর আগেই মন্ত্রী ও বিধায়কদের বেতন বাড়াতে তৎপর রাজ্য। বিদেশমন্ত্রীর উপর হামলার আশঙ্কা। খলিস্তানিদের হুমকির জেরে বাড়ল জয়শঙ্করের নিরাপত্তা। ১২৮ বছর পর অলিম্পিকে অন্তর্ভুক্ত হচ্ছে ক্রিকেট।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন আটকে পড়া ২১২ জন ভারতীয়। আতঙ্কের পরিস্থিতি থেকে ফিরে তাঁদের জানালেন, আগে কোনোদিন এমন ভয়াবহ অবস্থার মধ্যে পড়তে হয়নি। নিরাপদে দেশে ফিরে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। গত শনিবার থেকে হামাসের হামলার পরে সেখানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সেদেশ থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা একেবারে বন্ধ। উড়ান বন্ধ করে দিয়েছে এয়ার ইন্ডিয়াও। ফলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বিশেষ উদ্যোগ নিতে হয় কেন্দ্র সরকারকে। শুরু হয় অপারেশন ‘অজয়’। বৃহস্পতিবার রাতে ইজরায়েলে তেল আভিভ থেকে রওনা দেন ভারতীয়দের প্রথম দল। দিল্লিতে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁরা। এঁদের মধ্যে বাংলার বাসিন্দা ছিলেন ৫৩ জন। তাঁদের সকলকে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যে ফেরানোর দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যসচিব ও দিল্লির তরফে রেসিডেন্ট কমিশনারকে তিনি নির্দেশ দিয়েছেন এ দিকে নজর রাখার জন্য। দিল্লি থেকে বাংলার বাসিন্দাদের নিখরচায় ফেরানো হবে বলেই জানিয়েছেন তিনি। বঙ্গভবনের সঙ্গে সমন্বয় রেখে তার ব্যবস্থা করতে বলা হয়েছে। একইসঙ্গে খোলা হয়েছে কন্ট্রোল রুমও। আশা করা যাচ্ছে, শীঘ্রই নিজের রাজ্যে ফিরে আসবেন বাংলার ওই ৫৩ জন।
2. দেবীপক্ষের আগেই জনসংযোগ বাড়াতে নয়া কর্মসূচির ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শোনা যাচ্ছে, মহালয়ার দিন হাওড়ায় এক বিশেষ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া আগামী সপ্তাহে টানা চারদিন নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের একাধিক জায়গায় বস্ত্রবিতরণ ও অন্যান্য কর্মসূচি রয়েছে তাঁর। হাওড়া সদরের যুব তৃণমূলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহালয়ার দিন অর্থাৎ শনিবার হাওড়া সদর জেলা কার্যালয়ে ‘অভিষেকের দূত’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে থাকার কথা জেলার সমস্ত দলীয় বিধায়ক, সাংসদ, মন্ত্রীদের। এরপর সোমবার থেকে তিনি ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় জনসংযোগ শুরু করবেন বলে খবর। বেশিরভাগই পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। ১৬ অক্টোবর ডায়মন্ড হারবারের সরিষা হাইস্কুল মাঠ ও মশাটের খাজের পোল এলাকার বাসিন্দাদের বস্ত্র বিতরণ করবেন অভিষেক। ১৭ তারিখ বাটা স্টেডিয়ামে আসবেন বিশ্বখ্যাত প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো। তাঁকে স্বাগত জানাতে সেখানে থাকবেন তৃণমূল সাংসদ। এর পর ১৮ তারিখ বজবজের বিড়লাপুর ও মহেশতলায় বস্ত্র বিতরণ। ১৯ তারিখ সাতগাছিয়া বিদ্যানগর মঠের মাঠ ও বিষ্ণুপুরের প্লাইউড মাঠের কর্মসূচিতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, ১০০ দিনের বকেয়া টাকা উদ্ধারে বিশেষ অবস্থান করতে দেখা গিয়েছে অভিষেককে। যার জেরে খোদ রাজ্যপাল বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। তবে এবার জনসংযোগ আরও বাড়াতে নিজের সংসদীয় কেন্দ্রের সাধারণ মানুষকে বস্ত্র বিতরণ করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।