বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে বিঁধলেন মমতা। এজেন্সি ইস্যুতে ফের সরব নেত্রী। মুখ খুললেন মহিষাসুর বিতর্কেও। অভিষেকের ‘কপালে গুলি’ মন্তব্যের জের। সুকান্ত মজুমদারের অভিযোগের সারবত্তা নেই। বড় ধাক্কা ২০১৪ সালের টেট উত্তীর্ণদের। ফুরিয়েছে বেঁধে দেওয়া সময়সীমা, গান্ধীমূর্তির পাদদেশে আর ধরনা নয়। জানাল কলকাতা হাই কোর্ট। ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে মামলা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. নিজের কেন্দ্রের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গিয়ে নাম না করে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ খুললেন মহাত্মা গান্ধীর আদলে অসুর গড়ার বিতর্ক নিয়েও। এমনকি এজেন্সি ইস্যুতেও ফের সরব হলেন তৃণমূল সুপ্রিমো।
কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের হেনস্তা করা হচ্ছে, এই অভিযোগে আগেও সোচ্চার হয়েছে রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার আলিপুরের ‘উত্তীর্ণ’ স্টেডিয়ামে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে দলনেত্রীর মুখে এজেন্সি ইস্যু। ক্ষমতাচ্যুত হলেই এজেন্সি কান মুলে দেবে, নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি মমতার। পাশাপাশি তাঁর বক্তব্য, ”অনেক রাজনৈতিক নেতারা বলেন, এখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করতে দেন না। এখন আমি বলি, আপনারা দুর্গাপুজো করছেন আর সেখানে গান্ধীজিকে অসুর বানিয়েছেন? জনতা ঠিক শাস্তি দেবে।”
এদিকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে এদিন রাজভবনেও যান মুখ্যমন্ত্রী। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ছিলেন রাজ্যপাল লা গণেশন। এদিন রাজভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2. বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগের সারবত্তা নেই। বৃহস্পতিবার নিম্ন আদালতে রিপোর্ট জমা দিয়ে এমনটাই জানাল কলকাতা পুলিশ। নবান্ন অভিযানের দিন বিজেপি কর্মী-সমর্থকদের হাতে আক্রান্ত এক পুলিশ আধিকারিককে হাসপাতাল থেকে দেখে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর সামনে এই ঘটনা ঘটলে তিনি দুষ্কৃতীদের মাথায় গুলি করতেন। অভিষেকের এই মন্তব্যের বিরুদ্ধেই আদালতে গিয়েছিলেন সুকান্ত। তিনি অভিযোগ করেন, থানায় অভিযোগ দায়ের করতে দেয়নি পুলিশ। তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই মামলায় বৃহস্পতিবার কলকাতা পুলিশ জানাল, বিজেপির নবান্ন অভিযান কর্মসূচির পর অভিষেকের ওই মন্তব্যের ফলে কোনও অপরাধমূলক ঘটনার সন্ধান পাওয়া যায়নি। পুলিশের ‘ক্লিনচিটে’র পর এ বিষয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানান সুকান্ত। সেই অনুমতি দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৬ নভেম্বর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।