বিচারক নয় রাজ্য প্রশাসন, বুলডোজার নীতিতে কড়া আপত্তি শীর্ষ আদালতের। বেআইনি নির্মাণ ভাঙার গাইডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে ছয় আসনে ভোটগ্রহণ বাংলায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটের হার ৬৯.২৯ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়ল তালড্যাংরায়। ট্যাব দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ১০। প্রশ্নের মুখে স্কুলের কর্মীদের ভূমিকা। এবার ট্যাব-তথ্য আপলোড করবে পড়ুয়ারাই, নির্দেশ ব্রাত্যর। পাঁচ বছর পর ফিরছে ঐতিহ্যের পৌষমেলা। আয়োজনে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী।
হেডলাইন:
আরও শুনুন: 11 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- ‘বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে’, বিস্ফোরক আর জি করের অভিযুক্ত সঞ্জয়
বিস্তারিত খবর:
1. প্রশাসনের বুলডোজার নীতিতে কড়া আপত্তি শীর্ষ আদালতের। বুলডোজার দিয়ে অভিযুক্তদের বাড়ি ভাঙা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সাফ বক্তব্য, রাজ্য প্রশাসন বিচারক নয়। অভিযুক্তর বিচার সম্পন্ন হওয়ার আগেই বেসরকারি ও বাণিজ্যিক সম্পত্তিকে গুঁড়িয়ে দেওয়ার অধিকার নেই তার।
সেই সঙ্গেই বেআইনি ও দখলীকৃত নির্মাণ ধ্বংসের ক্ষেত্রে গাইডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। জানাল, ১৫ দিন আগে বিজ্ঞপ্তি জারি না করে ভাঙা যাবে না কোনও নির্মাণ। বিজ্ঞপ্তিতে ভাঙার কারণ ও শুনানির তারিখ উল্লেখিত থাকতে হবে। ভাঙা হলে বিস্তারিত ‘স্পট রিপোর্ট’ অবশ্যই তৈরি করতে হবে। এবং নির্মাণটি গুঁড়িয়ে দেওয়ার ভিডিও রেকর্ডিং রাখতে হবে। সেই সঙ্গেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, বেআইনি নির্মাণটি যদি সরকারি রাস্তা, রেললাইন, ফুটপাথ বা জলাশয়ের উপরে হয় কিংবা ওই ভাঙার কাজটি কোনও আদালতের নির্দেশে হয় সেক্ষেত্রে এই গাইডলাইন মানতে হবে না। বুলডোজার নীতি নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার এই সংক্রান্ত কাজের ক্ষেত্রে গাইডলাইনও বেঁধে দিল শীর্ষ আদালত।
2. বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই মিটল বাংলার ৫ জেলার ছয় আসনে উপনির্বাচন। সন্ধে পর্যন্ত ৬ কেন্দ্রের ভোটের গড় হার ৬৯.২৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল তালড্যাংরায়, ৭৫.২০ শতাংশ। এদিকে নৈহাটিতে ভোট পড়েছে সবচেয়ে কম, ৬২.১০ শতাংশ। ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূলের ওয়ার্ড সভাপতির, বিজেপি নেতা অর্জুন সিং-এর দিকে অভিযোগের আঙুল পার্থ ভৌমিকের। ভোটের দিনও প্রচারে নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র। এদিকে তালড্যাংরায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধেই। দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগে মাদারিহাটে ছড়ায় তুমুল উত্তেজনা। ভোটের শেষবেলায় মেদিনীপুরে তৃণমূল কাউন্সিলর ও তাঁর স্বামীকে মারধরের অভিযোগ। ভোটসন্ত্রাস নিয়ে এদিন সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও। বাংলার পাশাপাশি ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩ আসনে ভোট সম্পন্ন। বুধবার ওয়ানড়ে ভাগ্যপরীক্ষা হল প্রিয়াঙ্কা গান্ধীরও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।