বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই মিটল চতুর্থ দফার ভোট। বিকেল ৫টা পর্যন্ত বাংলায় ভোটের হার সর্বোচ্চ। দেশের ৯৬ আসনে ভোট পড়ল ৬২.৩০ শতাংশ। চতুর্থ দফা ভোটের দিন নতুন করে উত্তপ্ত সন্দেশখালি। রাস্তায় বসে বিক্ষোভ মহিলাদের। টেনে হিঁচড়ে সরাল পুলিশ, অভিযোগ লাঠি চার্জেরও। ২০০ আসনও পেরোবে না বিজেপি। চতুর্থ দফার ভোটের দিনই লোকসভার আগাম ফল ঘোষণা মমতার। ভোটের সপ্তম দফায় প্রত্যাবর্তন কুণাল ঘোষের। তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ফিরলেন নেতা।
হেডলাইন:
আরও শুনুন: 12 মে 2024: বিশেষ বিশেষ খবর- বাংলায় এসে পাঁচ গ্যারান্টি মোদির, তোপ তৃণমূলকে, পালটা মমতার
আরও শুনুন: 11 মে 2024: বিশেষ বিশেষ খবর- আর যাবেন না রাজভবনে, শ্লীলতাহানি বিতর্কের মাঝে বিস্ফোরক মমতা
বিস্তারিত খবর:
1. বিক্ষিপ্ত অশান্তি থাকলেও, মোটামুটি নির্বিঘ্নেই মিটল লোকসভা ভোটের চতুর্থ দফা। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে গড় ভোট পড়ল ৭৫.৬৬ শতাংশ। ভোটদানের হারে এগিয়ে বোলপুর। বিকাল ৫টা পর্যন্ত সেখানে ৭৭.৭৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট কেন্দ্র। সেখানে পড়েছে ৭৭.৪৬ শতাংশ ভোট। দিলীপ ঘোষ, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, অধীর চৌধুরী, শত্রুঘ্ন সিনহা-সহ বেশ কয়েকজন হেভিওয়েট ও তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ ছিল এদিন। দিলীপের নিরাপত্তারক্ষীর আঘাতে তৃণমূল কর্মীর মাথা ফাটার ঘটনায় টুইটে ক্ষোভ প্রকাশ তৃণমূলের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর। রক্তাক্ত যুবককে দিলীপ ঘোষের গাড়ির সামনে ফেলে তুমুল বিক্ষোভ শাসক শিবিরের। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এদিকে ভোটের ডিউটি করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক জওয়ানের।
চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের আট লোকসভা কেন্দ্র-সহ ভোটগ্রহণ ছিল দেশের মোট ৯৬টি আসনে। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা-র সব আসনে ভোট, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও ভোটগ্রহণ হল এদিনই। দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের হার ৬২.৩০ শতাংশ।
2. চতুর্থ দফা ভোটের দিন নতুন করে উত্তপ্ত সন্দেশখালি। রাস্তায় বসে বিক্ষোভ মহিলাদের। টেনে হিঁচড়ে সরাল পুলিশ, অভিযোগ লাঠি চার্জেরও।
জমি দখল ও নারী নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সরগরম সন্দেশখালি। এ নিয়ে শাসক-বিরোধী চাপানউতোরও তুঙ্গে। ঘটনার গায়ে লেগেছে রাজনৈতিক রং। এবার নতুন করে অশান্তি উসকে উঠল এলাকায়। বিজেপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে অশান্তি বাঁধে বেড়মজুর এলাকায়। পরে সেই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে। রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশ ও র্যাফের বিরুদ্ধে। এদিকে সোমবারই আদালতে ইডির দাবি, সন্দেশখালিতে ভয় দেখিয়ে, জমি দখল করে ২৬০ কোটি টাকার সম্পত্তি করেছেন শেখ শাহজাহান।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।