টিকিট না পেয়ে ক্ষুব্ধ মমতার ভাই বাবুন। ‘লোভীদের পছন্দ করি না’, দলবদলের গুঞ্জনে বিস্ফোরক নেত্রী। নৃশংস হত্যাকাণ্ডের শিকার ভবানীপুরের ব্যবসায়ী। ট্যাঙ্কের নিচ থেকে উদ্ধার দেহ, গ্রেপ্তার ২ অভিযুক্ত। নিহতের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির। নাম একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর, তবে গরহাজির বাংলা। ২২ হাজার কোটির নির্বাচনী বন্ড ভাঙিয়েছে রাজনৈতিক দলগুলি। হলফনামা SBI-এর। সঠিক সময়েই প্রকাশ্যে আসবে তথ্য, বলছে কমিশন।
হেডলাইন:
আরও শুনুন: 12 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- কাজে এল সুপ্রিম দাওয়াই, কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য দিল SBI
আরও শুনুন: 11 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- দেশে কার্যকর CAA, ‘বৈষম্য মানব না’, পালটা হুংকার মমতার
বিস্তারিত খবর:
1. তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই ‘অভিমানী’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। নির্বাচনী টিকিট না পাওয়ায় ‘হতাশ’ নেতা ক্ষোভ উগরে দিয়েছেন হাওড়ার প্রার্থী প্রসুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। জানিয়েছেন, তাঁকে লোকসভার টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এবারও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। এহেন আবহে তিনি দিল্লি উড়ে যাওয়ায় তুঙ্গে ওঠে দলবদলের জল্পনাও। এই পরিস্থিতিতেই উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক থেকে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগের সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে তিনি সাফ বলেন, “লোভীদের পছন্দ করি না। আজ থেকে কোনও সম্পর্ক নেই। ভাই বলে কেউ পরিচয় দেবেন না।” বিরোধীদের তোলা পরিবারতন্ত্রের অভিযোগ ধূলিসাৎ করে দিয়ে মমতা আরও বলেন, “আমি পরিবারতন্ত্র করি না তার প্রমাণ দিলাম।” যদিও এরপরেই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে মোহনবাগানের ফুটবল সচিব বাবুন জানিয়ে দেন, যতদিন দিদি বেঁচে আছেন, তিনি তৃণমূল ছাড়ছেন না। তবে নির্দল প্রার্থী হিসেবে তিনি লড়তে পারেন বলেও গুঞ্জন উঠেছে।
2. টাকা নিয়ে টানাপোড়েনের জেরে নৃশংসভাবে খুন ভবানীপুরের ব্যবসায়ী। খুনের পর দেহ বস্তায় ভরে জলের ট্যাঙ্কের নিচে পুঁতে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ। উত্তর ২৪ পরগনার নিমতায় ঘটেছে এই ভয়াবহ হত্যাকাণ্ড। জানা গিয়েছে, ভব্য লাখানি নামের ওই ব্যবসায়ী ব্যবসার সহযোগী অভিযুক্ত অনির্বাণ গুপ্তকে ৫০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। দীর্ঘদিন পেরলেও টাকা ফেরত পাননি। ওই যুবকের উপর চাপ বাড়াচ্ছিলেন ব্যবসায়ী। এই পরিস্থিতিতে সোমবার ভোররাতে টাকা ফেরতের নাম করে ডেকে পাঠানো হয় ব্যবসায়ীকে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ব্যবসায়ীর মোবাইলের শেষ টাওয়ার লোকেশন ধরে অভিযুক্ত অনির্বাণকে গ্রেপ্তার করা হয়। খুনের কথা স্বীকার করে যুবকের দাবি, দেহ লোপাটে সাহায্য করে সুমন দাস নামে এক যুবক। ঘটনায় গ্রেপ্তার ২ অভিযুক্ত।
এদিকে এ খবর পাওয়ার পরই শিলিগুড়িতে সিএএ বিরোধী মিছিল বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরেই ব্যবসায়ীর বাড়িতে যান তিনি। নিহত ব্যবসায়ীর পরিজনদের সঙ্গে কথা বলেন। বলেন, “যারা এই ধরনের অপরাধ করে তারা ক্রিমিনালের থেকে বড় ক্রিমিনাল।” হত্যাকাণ্ডের তড়িঘড়ি কিনারা করার জন্য পুলিশকে দরাজ সার্টিফিকেটও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।