সিবিআই-এর হাতে টেট-দুর্নীতির তদন্তভার। চাকরি গেল ২৬৯ জন প্রাইমারি শিক্ষকের। তীব্র গরমে পড়ুয়াদের কথা ভেবে বাড়ল গরমের ছুটি। রাজ্যে অশান্তি রুখতে কঠোর পদক্ষেপ প্রশাসনের। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে আচার্য মুখ্যমন্ত্রী-ই। নূপুর শর্মাকে সমন কলকাতা পুলিশের। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দপ্তরে হাজিরা রাহুল গান্ধীর। বলিউডে ফের মাদকযোগ।
হেডলাইন:
আরও শুনুন: 11 জুন 2022: বিশেষ বিশেষ খবর- অশান্তি রুখতে কঠোর রাজ্য প্রশাসন, হাওড়া পুলিশে রদবদল
বিস্তারিত খবর:
1. এসএসসি দুর্নীতির পর এবার সিবিআই তদন্তের নির্দেশ ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলাতেও। কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন ২৬৯ জন প্রাইমারি শিক্ষক। বেতন বন্ধ করার পাশাপাশি স্কুলে ঢুকতেও নিষেধ করা হল তাঁদের। সোমবার এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। টেট পাশ না করেও কীভাবে চাকরি পেলেন তাঁরা, এ নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিচারপতি। পাশাপাশি, এই মামলার নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ এবং সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টারকে। তাদের সঙ্গে সিবিআইকে যোগাযোগের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এদিকে এদিনই এই সংক্রান্ত মামলায় সিবিআইয়ের মুখোমুখি হন প্রাইমারি শিক্ষা সংসদের সম্পাদক রত্না চক্রবর্তী বাগচী এবং সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।
2. বর্ষার দেখা নেই। এখনও রাজ্যজুড়ে চলছে দাবদাহ, তীব্র গরমে হাঁসফাস অবস্থা সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল স্কুলশিক্ষা দপ্তর। আরও ১০ দিন বেড়ে গরমের ছুটি বহাল হল ২৬ জুন পর্যন্ত। রবিবার পানিহাটির দই-চিঁড়ে উৎসবে গরমের কারণে প্রাণ হারান তিন জন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি স্কুলপড়ুয়াদের জন্য গ্রীষ্মের ছুটির মেয়াদ বাড়ানোর পরামর্শ দেন। সেইমতো সোমবার জারি হল নয়া বিজ্ঞপ্তি। জানা যাচ্ছে, এর মধ্যে বর্ষা এসে গেলে আবহাওয়া বুঝে স্কুল আগে খুলে দেওয়া যেতে পারে। তবে সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল খুলবে আগামী ২৭ জুন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।