ভোটের পরেও মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। ভোট হিংসা নিয়েও জেলাশাসকদের নির্দেশিকা রাজ্যের। পঞ্চায়েতের ফলপ্রকাশের পরেও উত্তপ্ত ভাঙড়। গণনার দিন ব্যালট চুরির অভিযোগ। রাজ্যের একাধিক বুথে ফের নির্বাচনের নির্দেশ কমিশনের। রাজ্যের বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চায় বিজেপি। ব্যালট নয়ছয় নিয়ে এবার কড়া আদালত। টাকার লোভেই কি পঞ্চায়েতে লড়াই? প্রশ্ন বিচারপতি সিনহার। মামলার পরবর্তী শুনানি ২৬ জুলাই। প্রেসিডেন্ট ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্স সফরে প্রধানমন্ত্রী। রেকর্ড ছাপাল যমুনার জলস্তর, বানভাসি দিল্লি।
হেডলাইন:
আরও শুনুন: 12 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- ভোটহিংসায় নিহতদের ২ লক্ষ টাকা সাহায্য, চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 11 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- ব্যালট বলছে গ্রামবাংলা তৃণমূলেরই, জয়ের নিরিখে অনেকটা এগিয়ে শাসকদল
বিস্তারিত খবর:
1. ভোট পরবর্তী হিংসা রুখতে পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশের পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তা কীভাবে মোতায়েন থাকবে, তা ঠিক করতে বিএসএফের সঙ্গে বৈঠক করল নবান্ন । বৃহস্পতিবার নবান্নে রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, IG, BSF’এর সঙ্গে হল এই বৈঠক। সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে প্রতি জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগের কথাও বলা হয়েছে। এদিকে ভোট-হিংসা নিয়েও উত্তাল রাজ্য-রাজনীতি। সেই আবহেই এবার কড়া পদক্ষেপের পথে হাঁটল নবান্ন। হিংসার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে নিতে হবে উপযুক্ত ব্যবস্থা। এই মর্মেই সমস্ত জেলাশাসকদের নির্দেশ দিল নবান্ন। ভোট-হিংসা নিয়ে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে আদালত। রাজ্যকে এই হিংসা নিয়ে একটি হলফনামা জমা দিতে হবে। তার জন্যই বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি এদিন জেলাশাসকদের পাঠানো নির্দেশিকায় একাধিক পদক্ষেপে করার কথাও উল্লেখ করা হয়েছে। ভোট-হিংসায় জড়িতদের নাম জথিবদ্ধ করা থেকে শুরু করে অশান্তিতে কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদেরও তালিকা তৈরি করতে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিপূরণের ব্যবস্থা করারও। এ ছাড়া যে হিংসার ঘটনার কথা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, তা নিয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে জেলাশাসকদের থেকে। আগামী ১৮ জুলাইয়ের মধ্যেই রাজ্যকে হলফনামা জমা দিতে হবে আদালতে। সেই আবহেই এবার জেলাশাসকদের থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাল নবান্ন। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা রুখতেও কড়া পদক্ষেপের পথেই হাঁটল রাজ্য।
2. পঞ্চায়েত পর্বে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। ভোটের ফলপ্রকাশের পরও থামল না অশান্তি। বৃহস্পতিবার দুপুরে আবারও নতুন করে বোমা বিস্ফোরণে কাঁপল ভাঙড়। জখম দুই নাবালক-সহ চারজন। তাঁরা সকলেই সক্রিয় আইএসএফ কর্মী বলেই দাবি। এদিকে, ভোট গণনার পর থেকে এখনও নিখোঁজ জেলাপরিষদের ISF প্রার্থী জাহানারা খাতুন।
ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। বৃহস্পতিবার দুপুরে আরও একবার নতুন করে ভাঙড়ে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় বিস্ফোরণ ঘটে। জখম চারজনই কাশীপুর থানা এলাকার বাসিন্দা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন চিকিৎসকরা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুলিশ মোট আটজনকে আটক করে। এদিকে, ভোট পরবর্তী ভাঙড়ের কাঁটাডাঙা, কাঁঠালিয়া পূর্ব, কাঁঠালিয়া পশ্চিম এলাকা প্রায় পুরুষশূন্য। বহু বাসিন্দাই নিখোঁজ। তাঁরা আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না বলেই দাবি। আইএসএফের দাবি, প্রশাসনের পরোক্ষ হুমকিতে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। যদিও ঘাসফুল শিবির সেই দাবি অস্বীকার করেছে। পালটা সিপিএম এবং আইএসএফের বিরুদ্ধে আঙুল তুলেছে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় তিন কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।