আজাদি কি অমৃত মহোৎসব উপলক্ষে ঘোষণা কেন্দ্রের। বিনামূল্যে বুস্টার ডোজ ১৮ ঊর্ধ্বদের। রাজ্যপালের ডাকে দার্জিলিংয়ের রাজভবনে মুখ্যমন্ত্রী। ‘সৌজন্য সাক্ষাৎ’ অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গেও। শ্রীলঙ্কায় বেলাগাম জনরোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জারি জরুরি অবস্থা। ২০ জুলাই ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের। ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফও। সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা।
হেডলাইন:
আরও শুনুন: 11 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- উদ্বোধন শিয়ালদহ-ফুলবাগান মেট্রো রুটের, অনুপস্থিত তৃণমূল প্রতিনিধিরা
বিস্তারিত খবর:
1. নতুন করে করোনার চোখরাঙানি শুরু হতেই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫ দিন ধরে ১৮ বছরের বেশি বয়সিদেরও বিনামূল্যে দেওয়া হবে করোনা টিকার বুস্টার ডোজ। আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে টিকাকরণ। ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশমতো গত মার্চ মাস থেকে দেশজুড়ে ‘প্রিকশন’ ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। এতদিন শুধু ষাটোর্ধ্ব নাগরিকরাই বিনামূল্যে ভ্যাকসিনের বুস্টার ডোজ পেতেন। এদিকে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। চতুর্থ ঢেউয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এই অবস্থায় বুস্টার ডোজে উৎসাহ বাড়াতে অন্যান্যদেরও সেটি বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। যদিও সরকারের এই ‘বিনামূল্যে’ বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্তকে নাটক বলে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, সরকার অন্য সব ক্ষেত্রে সাধারণ মানুষকে শোষণ করছে। আর ভ্যাকসিনের বেলায় বিনামূল্যে দেওয়ার নাটক করছে।
2. দার্জিলিং-এ জননেত্রীর মেজাজেই জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে গেলেন দার্জিলিংয়ের রাজভবনেও। সেখানে উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছেন তিনি। দার্জিলিং সফরের তৃতীয় দিনে পাহাড়ের বাজার ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। কথা বললেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। খুদেদের আদর করে তাদের চকোলেটও উপহার দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত পাহাড়বাসী। এদিন নেপালি কবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষে দার্জিলিং ম্যালের অনুষ্ঠানেও যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই রাজভবনে পৌঁছন তিনি। রাজ্যপাল এবং অসমের মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরান মুখ্যমন্ত্রী। প্রায় ঘণ্টাখানেক কথাবার্তা হয় তিনজনের। এই বৈঠককে কোনও রাজনৈতিক আলোচনা নয়, নিছক সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।