উত্তরবঙ্গে উলটে গেল বিকানের এক্সপ্রেস। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা রেলের। ওমিক্রন রুখতে জোর মাইক্রো কনটেনমেন্টে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে পরামর্শ মোদির। উত্তরপ্রদেশ ভোটে কংগ্রেসের টিকিট পেলেন উন্নাওয়ের নির্যাতিতার মা। কেপ টাউনে অপরাজিত ১০০ ঋষভ পন্থের। ব্যাটিং ব্যর্থতার পর রাহানে-পূজারাকে তুলোধোনা সমর্থকদের।
হেডলাইন:
আরও শুনুন: 12 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- জন্মজয়ন্তীতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার্ঘ্য মোদি-মমতার
আরও শুনুন: 11 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- গঙ্গাসাগর মেলায় বাধ্যতামূলক জোড়া টিকা, কড়াকড়ি বাড়ল আরও
বিস্তারিত খবর:
1. উত্তরবঙ্গে বড়সড় ট্রেন দুর্ঘটনা। ময়নাগুড়িতে উলটে গেল গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, লাইনচ্যুত হয়েছে চারটি বগি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আহতের সংখ্যা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। খবর পাওয়া মাত্রই জেলার পদস্থ কর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পাশাপাশি টুইটে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ও। বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থলে যাওয়ার কথা রেলমন্ত্রীর। ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে রেলের তরফে।
বৃহস্পতিবার ৫টা নাগাদ ময়নাগুড়ির দোমোহানি দিয়ে যাচ্ছিল ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস। জানা গিয়েছে, ৪০ কিলোমিটার বেগে যাচ্ছিল গাড়িটি। আচমকাই লাইনচ্যুত হয় ট্রেনটির চারটি বগি। তিনটি বগি একেবারে উলটে যায়। একটি বগির উপর উঠে যায় আরেকটি। শোনা যাচ্ছে, জলে পড়ে গিয়েছে একটি বগি। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ১২টি কামরা। জানা গিয়েছে, সঙ্গে সঙ্গে শুরু করা হয় উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। এদিন দুর্ঘটনার খবর পেয়েই জেলার আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্রুত আটকে পড়া যাত্রীদের উদ্ধারের নির্দেশ দেন তিনি।
রেল সূত্রে জানা গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করা হয়েছে। উলটে যাওয়া বগি কেটে বের করা হচ্ছে যাত্রীদের। জলপাইগুড়ির জেলাশাসক জানিয়েছেন, ইতিমধ্যেই তিন যাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। আহত ও মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, প্রথমদিকে উদ্ধার হওয়া আহতদের নিয়ে যাওয়া হয় ময়নাগুড়িতে। পরবর্তীতে জেলার বিভিন্ন ব্লক থেকে ৩০টি অ্যাম্বুল্যান্স ইতিমধ্যেই রওনা হয়েছে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে। ইতিমধ্যেই রেলের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন। মৃত ও আহত যাত্রীদের পরিবারের সন্ধান পেতে ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলির যাত্রীদের তালিকা তৈরির কাজ শুরু করা হচ্ছে বলে খবর।
2. স্বস্তি দিচ্ছে না করোনা। চিন্তা আরও বাড়িয়ে এদিন ২ লক্ষ ছাড়িয়েছে দেশের করোনা পজিটিভের সংখ্যা। এই পরিস্থিতিতে দফায় দফায় বৈঠক করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারচুয়ালি কথা বলেন তিনি। মাইক্রো কনটেনমেন্ট জোনে জোর দিতে হবে, এদিনের বৈঠক শেষে সুনির্দিষ্ট পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। জানালেন সতর্ক থাকতে হবে সবাইকে। তবে এও খেয়াল রাখতে হবে যাতে মানুষ অযথা আতঙ্কিত না হন।
এর পাশাপাশি ভারতে করোনা ভ্যাকসিনের গুরুত্ব বুঝিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহামারীর বিরুদ্ধে লড়তে পারে একমাত্র ভ্যাকসিনই। এ প্রসঙ্গে কেন্দ্রের টিকাকরণের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। ওমিক্রন করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় আরও দ্রুত সংক্রামক, সে বিষয়ে সকলকে সতর্ক করেছেন মোদি। এছাড়া করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামো-সহ একাধিক কাজে কেন্দ্রের তরফে রাজ্যগুলির জন্য যে ২৩ হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হয়েছে, তার সদ্ব্যবহার হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে রাজ্যগুলিকে সাধুবাদ জানিয়েছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।