দেড় বছরের বেশি সময় ধরে জাতিহিংসায় উত্তপ্ত মণিপুর। এবার রাষ্ট্রপতি শাসন জারি হল উত্তরপূর্বের রাজ্যে। মুখ্যমন্ত্রী বিরেন সিংয়ের ইস্তফার পরই পদক্ষেপ। ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা ওড়ালেন অভিষেক। মোদি-ট্রাম্প মেগা বৈঠকে নজর গোটা বিশ্বের। বজবজ ডাকাতি-গণধর্ষণ মামলায় রায়দান। ৩ দোষীর যাবজ্জীবনের সাজা শোনাল আদালত। লোকসভায় পেশ আয়কর বিল।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বিরেন সিং। গত দেড় বছরের বেশি সময় ধরে জাতিহিংসায় উত্তপ্ত উত্তরপূর্বের রাজ্য। কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়া অসংখ্য মানুষ। যার জেরে আঙুল উঠেছিল মণিপুরের গেরুয়া সরকার এবং মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের বিরুদ্ধে। ঘরে বাইরে চাপের মুখে গত ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন তিনি। কয়েকদিনের মধ্যেই সেখানে জারি হল রাষ্ট্রপতি শাসন।
2. ছাব্বিশের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা ওড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “একা লড়ে আমরা ভালো ফল করেছি। আগামী নির্বাচনও একাই লড়ব।” পাশাপাশি বিজেপিকে তোপ দেগে তাঁর দাবি,”বলা ও করে দেখানোর মধ্যে অনেক পাথর্ক্য রয়েছে। বিজেপি বলতেই পারে ২৯৪ আসনের মধ্যে ২৯৪টিই জিতবে।” আসলে, দিল্লির বিধানসভা ভোট জেতার পর রাজ্য বিজেপি দাবি করেছে, তারা বিপুল ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় আসবে। সেই প্রসঙ্গেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন অভিষেক। এদিকে, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের ধাঁচে ছাব্বিশের ভোটের আগে বাংলাতেও ভুয়ো ভোটার ঢোকানোর ছক কষছে বিজেপি। তাই আগেভাগে সতর্ক হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্য বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তেমনই ইঙ্গিত মিলেছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।