শুভেন্দু-মীনাক্ষীদের যেতে বাধা নেই সন্দেশখালিতে। ১৪৪ খারিজ করে রায় হাই কোর্টের। স্বতঃপ্রণোদিত মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব আদালতের। বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে রণক্ষেত্র বসিরহাট। লাঠিচার্জ পুলিশের, ছোড়া হল কাঁদানে গ্যাসও। রাস্তায় বসেই বিক্ষোভে শামিল সুকান্তরা।কৃষক অভিযান শুরু হতেই রণক্ষেত্র দিল্লি। ড্রোন থেকে লাগাতার ছোড়া হল কাঁদানে গ্যাস। ‘এভাবে দেশ এগোতে পারে না’, কেন্দ্রকে তোপ মমতার।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. সন্দেশখালিতে প্রবেশে আর বাধা নেই কোনও রাজনৈতিক প্রতিনিধিরই। ১৪৪ ধারা খারিজ করে কলকাতা হাই কোর্ট জানাল, রাজ্য এমন কোনও নথি দেখাতে পারেনি যার জেরে গোটা থানা এলাকায় ১৪৪ ধারার প্রয়োগ জরুরি ছিল। বিচারপতি জয় সেনগুপ্তের মন্তব্য, মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করার পাশাপাশি ১৪৪ জারি করে গ্রামের মানুষকে আটকে দেওয়ার কৌশল বড় বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট। এদিকে সন্দেশখালিতে যাওয়ার জন্য পুলিশি বাধার মুখে পড়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে ১৪৪ ধারা খারিজ হয়ে যাওয়ার পর সেই আবেদনেরও আর গ্রহণযোগ্যতা নেই, এই মর্মেই মামলার সেই নিষ্পত্তি করলেন বিচারপতি।
অন্যদিকে সন্দেশখালির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করল কলকাতা হাই কোর্ট। সেখানকার পরিস্থিতি দেখে বিচারপতি অপূর্ব সিনহা রায় বলেন, সন্দেশখালির দুটি বিষয় নিয়ে তিনি বিচলিত। প্রথমত, আদিবাসীদের জমি দখল করার অভিযোগ। দ্বিতীয়ত, সেখানকার মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। এই ঘটনায় আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্যের কাছে রিপোর্টও চেয়েছে হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি।
2. বিজেপির এসপি অফিস অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র বসিরহাট। পুলিশি বাধার মুখে মেজাজ হারালেন বিজেপি নেতা-কর্মীরা। লাঠিচার্জ পুলিশের, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল, গ্রেপ্তার করা হয় বিজেপি কর্মীদের। এর পরই এসপি অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতৃত্ব।
এদিন পুলিশের বাধা এড়াতে কৌশলে ট্রেনে চড়ে বসিরহাট পৌঁছেছিলেন সুকান্ত মজুমদার-সহ বিজেপির নেতা-কর্মীরা। এদিকে বিজেপিকে আটকাতে দু জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার সময়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। এর পর দ্বিতীয় ব্যারিকেডও ভাঙেন বিজেপির মহিলা কর্মীরা। পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত মজুমদার। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পালটা লাঠিচার্জ করে পুলিশ। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।