মনোজিৎ গ্রেওয়ালের সাহায্যে মুখ্যমন্ত্রীর আত্মীয়দের বিজেপিতে টানার চেষ্টা শুভেন্দুর। পালটা জবাব দিয়ে নন্দীগ্রাম ইস্যুতেও সরব মমতা। বিধানসভা অধিবেশনে ফের বিশৃঙ্খলা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উঠল স্পিকারকে অপমানের অভিযোগ। মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়ায় প্রত্যাহার নেতার সাসপেনশন। বিধানসভা নির্বাচনে পালাবদলের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঘুষ দেওয়ার পরেও চাকরি না পেয়ে চাকরিপ্রার্থীর আত্মহত্যার অভিযোগ। মহিলা আইপিএল-এর নিলামে জয়জয়কার ভারতের মেয়েদের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বিধানসভা অধিবেশনে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রাম ইস্যুতে সরব হয়ে গোটা অধিকারী পরিবারকেই তোপ দাগলেন তিনি। সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের সঙ্গে শুভেন্দু অধিকারীর ‘সেটিং’ থাকার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তাঁর ভাই ও ভ্রাতৃবধূকেও দলে টানতে চেয়েছিল বিজেপি, এই মর্মে বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী।
সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভাষণে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন মমতা। দলবদলের পর থেকেই নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব ভাগ বসাতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তাঁর সেই প্রচেষ্টায় জল ঢেলে মমতার দাবি, নন্দীগ্রামে লক্ষ্মণ শেঠের সঙ্গে সেটিং করেছিলেন শুভেন্দু। গুলি চলার ঘটনার পর সাতদিন বিরোধী দলনেতা বাড়ি থেকেও বের হননি বলেও দাবি করেছেন মমতা। এদিকে সম্প্রতি কয়লা পাচার মামলায় বালিগঞ্জে এক সংস্থার অফিসে হানা দিয়ে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। এই মামলায় ব্যবসায়ী মনজিৎ গ্রেওয়ালকে দিল্লিতে তলব করেছে ইডি। সেই ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইয়ের ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ওই ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইয়ের যোগ রয়েছে। এবার পালটা বিরোধী দলনেতাকেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তাঁর পালটা দাবি, মনজিৎ গ্রেওয়ালের সাহায্যে মুখ্যমন্ত্রীর ভাই ও তাঁর স্ত্রীকে বিজেপিতে টানতে চেয়েছিলেন বিরোধী দলনেতা। আর সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ার রাগেই তিনি কুৎসা করছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। ‘ওয়াশিং মেশিন’ তত্ত্ব টেনে এদিন বিরোধীদের সম্পত্তির ব্যাপারে তদন্ত করতে ইডি, সিবিআই-কে আরজি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2. ফের উত্তপ্ত বিধানসভা অধিবেশন। রাজ্যপালের ভাষণের কপি ছিঁড়ে, স্পিকারের চেয়ারের দিকে ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার আচরণের জেরে স্পিকারের কাছে নিজে ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য পেশ করার কথা ছিল মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার। বক্তব্য রাখতে গিয়েই বিরোধী দলনেতা অভিযোগ করেন, রাজ্যপালকে ভুল তথ্য দিয়েছে রাজ্য সরকার। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন তহবিল নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে রাজ্যপালকে। নির্দিষ্ট কোনও তহবিলের টাকা অন্যান্য খাতে খরচ করা এবং আইএএস, আইপিএস-দের ঘর ভাড়ার প্রসঙ্গ উল্লেখ না থাকার কথা বলেন বিরোধী দলনেতা। রাজ্যপালের ভাষণের কপিও তিনি ছিঁড়ে ফেলেন, ছুঁড়ে দেন স্পিকারের চেয়ারের দিকে। তাতে অপমানিত বোধ করে বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনার প্রস্তাব দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার আনা অভিযোগগুলি গৃহীত হবে না বলেও জানান স্পিকার। শুভেন্দু অধিকারীর আচরণের পর স্পিকারের কাছে নিজে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী। তারপরই শুভেন্দুর বিরুদ্ধে সাসপেনশন প্রত্যাহার করেন স্পিকার। মুখ্যমন্ত্রীকে দেখে শেখা উচিত বলেও বিরোধী দলনেতাকে বিঁধেছেন তিনি। যদিও ওয়াকআউট করে এদিনের অধিবেশন থেকে বেরিয়ে যান বিরোধী দলনেতা-সহ অন্যান্য বিজেপি বিধায়কেরা। স্পিকারের বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি নিয়ম মেনে অনাস্থা আনবে বিজেপি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এদিকে এই বিরোধের আবহেই বিধানসভায় ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বৈঠকে বসতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ১৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর ঘরে তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিরোধী দলনেতা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।