ভারতবর্ষ মানে ঐক্য। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বার্তা মুখ্যমন্ত্রীর।পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যে নজর কারা কর্তৃপক্ষের। প্রাক্তন মন্ত্রীকে দেখতে প্রেসিডেন্সি জেলে ৮ সদস্যের মেডিক্যাল টিম। ‘সম্মান নিয়ে টানাটানি করছে ইডি’। কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে সরব ফিরহাদ হাকিম।মৌলবাদী হামলার শিকার হয়ে সংকটে সলমন রুশদি। নষ্ট হতে পারে লেখকের চোখ, আশঙ্কা চিকিৎসকদের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ‘ভারত মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। নানা ধর্ম, নানা সংস্কৃতি যেখানে হাত ধরাধরি করে চলে।’ স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পালটে ফেললেন প্রোফাইল পিকচারও। জাতীয় পতাকার অনুষঙ্গের পাশাপাশি সেখানে স্মরণ করা হয়েছে অগ্নিযুগের বিপ্লবীদেরও। প্রোফাইলের ছবিতে স্বাধীনতার আবহ এনে বিশেষ বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘ভারতবর্ষ মানেই একতা। গণতান্ত্রিক মতামত ও অধিকার যেখানে রক্ষিত হয়। এটাই আমাদের ভারত। এমন বৈশিষ্ট্য নিয়ে কি আমরা গর্ব করব না?’ মতামতের ভিন্নতার কথাও এই পোস্টে মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রত্যেকের কাছে দেশের ধারণা কীরকম, তাও জানতে চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি একই বার্তা দিয়ে প্রোফাইল ছবি বদলে ফেলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
২. মেদিনীপুর সেন্ট্রাল জেলে তেরঙ্গা উত্তোলন করতে বাধা পেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। মেদিনীপুর কেন্দ্রীয় কারাগারে এই অনুষ্ঠানটি ছিল কেন্দ্রের অনুপ্রেরণায় রাজ্য সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ অনুষ্ঠান। শিক্ষা মন্ত্রকের তরফে অনুষ্ঠানের জন্য রাজ্য সরকারের অনুমতি চাওয়া হয়। দুটি অনুমতিপত্রও মিলেছে বলে দাবি শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকারের। কিন্তু তা সত্ত্বেও মেদিনীপুর সেন্ট্রাল জেলে কোনও নির্দেশিকা না আসায় জেল সুপার শনিবার জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের অনুমতি দেননি। জেল মারফত ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধকারী। তেরঙ্গা যাত্রায় বাধাদানের অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী নালিশ জানিয়েছিলেন অমিত শাহর কাছে। শনিবার তাঁর হুঁশিয়ারি, এবার আদালতে যাবেন। ১৬ আগস্ট তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন বলেই জল্পনা ঘনিষ্ঠ মহলে। এরই মধ্যে আবার শোনা যাচ্ছে, পুরো ঘটনা জানতে শুভেন্দু অধিকারীকে ফোনও করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।