‘ওরা বিচার নয়, চেয়ার চায়’, চিকিৎসকদের সঙ্গে বৈঠক ভেস্তে যাওয়ায় হতাশ মুখ্যমন্ত্রী। মানুষের কথা মনে করিয়ে কাজে ফেরার আর্জি। নবান্ন থেকে ফের স্বাস্থ্যভবনের ধরনায় জুনিয়র ডাক্তারেরা। ‘অভয়া’র শরীরে ক্ষত নিয়ে সন্দেহ, জেলে গিয়ে সঞ্জয়ের দাঁতের নমুনা সংগ্রহ ফরেনসিকের। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মানিক ভট্টাচার্যের। প্রয়াত সীতারাম ইয়েচুরি। আনোয়ার ইস্যুতে দিল্লি হাই কোর্টে ইস্টবেঙ্গল।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে প্রায় ২ ঘণ্টা অপেক্ষায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শর্তের দড়ি টানাটানিতে ভেস্তে গেল বৈঠক। জুনিয়র ডাক্তারদের অনড় মনোভাবে কার্যত হতাশা প্রকাশ করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ওরা বিচার চায় না, ওরা চেয়ার চায়। আমি মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি।”
একদিকে আর জি করের নির্যাতিতার সুবিচারের দাবি, অন্যদিকে এই কারণেই জুনিয়র চিকিৎসকদের অনন্ত কর্মবিরতি, এই পরিস্থিতিতে সুরাহার পথ খুঁজেছিল প্রশাসন। নবান্নে জুনিয়র চিকিৎসকদের ডেকে কথা বলে, তাঁদের দাবিদাওয়ার কথা শুনে কাজে ফেরার আবেদন জানাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু লাইভ স্ট্রিমিং না হলে কিছুতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি নন আন্দোলনকারীরা। রাজ্য অধিকাংশ দাবি মানলেও নবান্নের সামনে গিয়েও সভাঘরের বৈঠকে যোগ দেননি আন্দোলনকারীরা। এরপর সাংবাদিক বৈঠকে হাতজোড় করে রাজ্যের আমজনতার উদ্দেশে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। সেখানেই জানান, সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় বলেই সরাসরি সম্প্রচারে রাজি নয় সরকার। ডাক্তারদের ক্ষমা করেছেন জানিয়ে ফের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।
2. নবান্ন থেকে ফের স্বাস্থ্যভবনের ধরনায় ফিরলেন আন্দোলনকারীরা। সাংবাদিক বৈঠকে জানালেন, “আমরা আশা রাখি আমাদের দাবিপূরণ হবে। ওই চেয়ারটার প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে। আশা রাখব, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হবে। মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে।”
দু’পক্ষের শর্তের টানাপড়েনে ভেস্তে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক। রাজ্য ১৫ জন প্রতিনিধির কথা বললেও ডাক্তারদের তরফে ৩০ জন প্রতিনিধির দল নবান্নে পৌঁছয়। আলোচনার পর ৩০ জনকে নিয়েই বৈঠকের কথা মেনে নেওয়া হয় সরকারের তরফে। কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা হয়নি। চিকিৎসকদের বক্তব্য, “আমরা ৩০ জনের প্রতিনিধি দল, কিন্তু যেহেতু এই আন্দোলন বাংলার প্রতিটি মানুষের, তাই লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়েছিলাম। আমরা নবান্নে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করি। মোবাইলও জমা দিই। কিন্তু তাঁরা জানান, লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানতে পারছেন না।” প্রশাসনিক জটিলতায় আলোচনা না হওয়ার দরুন হতাশ, জানাচ্ছেন আন্দোলনকারীরাও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।