‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে জোর। কারিগরি দক্ষতার ভিত্তিতে প্রায় ১১ হাজার নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী। কয়লাপাচার কাণ্ডে ফের ইডির মুখোমুখি অভিষেক-শ্যালিকা মেনকা। ৭ ঘণ্টা ধরে জেরা। ইডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, দায়ের মামলা। পঞ্চায়েত নির্বাচনের আগে ৪ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী। বাগুইআটির জোড়া হত্যাকাণ্ড ইস্যুতে আপত্তিকর মন্তব্য সৌগত রায়ের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধির নিরিখে সরকারি ক্ষেত্রে মোট ৩০ হাজার চাকরি দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কথা অনুযায়ীই সোমবার প্রায় ১১ হাজার নিয়োগপত্র পাঠানো হল বিভিন্ন জেলার যোগ্য প্রার্থীদের। কোন জেলায় কত প্রার্থী, তা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধাপে ধাপে আরও ২০ হাজার জনকে এই প্রকল্পেই চাকরিতে নিয়োগ করা হবে। আইটিআই পাশের পর রাজ্য সরকারের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে চাকরির আশা উজ্জ্বল হওয়ায় খুশি তরুণ প্রজন্মও।
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ‘কন্যাশ্রী’ এবং রাজ্য পর্যটন বিভাগের আন্তর্জাতিক সাফল্যের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। অন্যান্য সরকারি প্রকল্প যেভাবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রশংসিত হয়েছে, সেই একইভাবে ‘উৎকর্ষ বাংলা’তেও সেরার স্বীকৃতি পাবে বাংলার ছেলেমেয়েরা, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2. রবিবার রাতের পর সোমবার দুপুরে ফের ইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। সন্ধে পর্যন্ত টানা প্রায় ৭ ঘণ্টা তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব মোতাবেক আইনজীবীকে সঙ্গে নিয়ে এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। সূত্রের খবর, কয়েক ঘণ্টা ধরে জেরা করা হয় অভিষেকের শ্যালিকাকে। নোটিসে সময় বিভ্রাটের জেরে ভুল বোঝাবুঝি হয়েছিল বলে স্বীকার করেছে ইডি।
এদিকে ইডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন মেনকা। এর আগে হাই কোর্টেরই নির্দেশ ছিল, কয়লা কাণ্ডে মেনকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হবে। কোনও কড়া পদক্ষেপও নেওয়া যাবে না তাঁর বিরুদ্ধে। তা সত্ত্বেও কেন তাঁকে বিমানবন্দরে আটকানো হয়েছিল, সেই প্রশ্ন তুলে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন তিনি। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।