মহালয়ার আগেই আগমনি সুর বাজল রাজ্যে। কালীঘাট থেকেই ভারচুয়াল পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর। মমতার বাড়িতেই বসল মন্ত্রিসভার বৈঠকও। এবার কলকাতার পুজোয় অমিত শাহ। উদ্বোধন করবেন সন্তোষ মিত্র স্কোয়্যারের মণ্ডপ। রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার। কামদুনি কাণ্ডে সুপ্রিম কোর্টের দ্বারস্থ প্রতিবাদীরা। যন্তরমন্তরের সামনে ধরনায় টুম্পা-মৌসুমীরা। বেসরকারিকরণের পথে দেশের অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. মহালয়ার আগেই আগমনি সুর রাজ্যে। পায়ে ব্যথার কারণে সশরীরে জেলায় যেতে পারলেন না মুখ্যমন্ত্রী। তবে বৃহস্পতিবার কালীঘাট থেকেই ভারচুয়ালি জেলা ও কলকাতার কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংক্ষিপ্ত ভাষণে শুভেচ্ছাবার্তা জানিয়ে সূচনা করে দিলেন এবারের দুর্গাপুজোর।
এদিকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসেই বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। এর আগে রাজ্যের কোনও মুখ্যমন্ত্রীর বাড়িতে মন্ত্রিসভার বৈঠক হয়নি। কিন্তু চিকিৎসকদের পরামর্শে আপাতত বিশ্রামে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বৈঠকের পর জেলার হাজারের কাছাকাছি পুজোর ভারচুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে খুলে গেল কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, হাতিবাগান সর্বজনীন, আহিরিটোলা সর্বজনীনও। এদিকে কলকাতায় ইতিমধ্যেই পুজো পরিক্রমা শুরু করেছেন ইউনেসকোর প্রতিনিধিদল। কলকাতার পুজো দেখতে এসেছেন ১২টি দেশের প্রতিনিধি। এদিনের প্রতিনিধিদলে ছিলেন পাঁচটি দেশের রাষ্ট্রদূত। ঐতিহ্যবাহী টাউন হলে পুজো সংক্রান্ত একটি প্রদর্শনী দেখে টালা প্রত্যয়ের মণ্ডপ থেকেই পুজো পরিক্রমা শুরু করেন বিদেশি অভ্যাগতরা।
2. এবার উত্তর কলকাতার বিখ্যাত পুজোর উদ্বোধন হতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে। আগামী সপ্তাহেই অমিত শাহ শহরে আসছেন বলে জানা গিয়েছে। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর সূচনা করবেন তিনি। এর আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার শহরে আসার খবর শোনা গিয়েছিল। ষষ্ঠীর দিন তাঁর আসার কথা। তবে তার আগে ১৬ তারিখ আসার কথা অমিত শাহর। তাঁর সফরের খবরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে বিজেপির অন্দরে।
উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গামণ্ডপ সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর মূল উদ্যোক্তা বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। তাঁর অনুরোধেই এবার শহরে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২১ বিধানসভা নির্বাচনের আগের বছর অর্থাৎ ২০২০ সালে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিতে প্রভাব বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছিল বিজেপি। সেবার ইজেডসিসিতে দলীয় পুজো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে বছর পুজোর সময় রাজ্যে এসেছিলেন অমিত শাহও। এবার দলীয় ব্যানারে নয়, ‘ভারতীয় সংস্কৃতি মঞ্চ’ নামে মঞ্চ তৈরি করে হচ্ছে পুজো। আর পুজোর আবহেই কলকাতায় আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।