দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল খুদের। রাজ্যে একের পর এক পথদুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। পরিবহণ মন্ত্রীকে ফোনে কড়া পদক্ষেপের নির্দেশ। গুরুতর অসুস্থ বিমান বসু। তিনদিনের জ্বরে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান বামনেতা, সংক্রমণ রয়েছে ফুসফুসে। দ্রুত আরোগ্য কামনা কুণাল ঘোষের। দ্রুত শুনানির আর্জি জানাতে হবে লিখিতভাবেই। সুপ্রিম নিয়মে বড় বদল প্রধান বিচারপতির। ট্যাব ‘দুর্নীতি’র তদন্তে বড় সাফল্য পুলিশের। মালদহ থেকে গ্রেপ্তার যুবক, পরে আরও ৩। প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
হেডলাইন:
আরও শুনুন: 10 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- আর স্কুলে গিয়ে নয়, অনলাইনেই মাধ্যমিকের ফর্ম ফিলআপের ঘোষণা পর্ষদের
আরও শুনুন: 11 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- ‘বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে’, বিস্ফোরক আর জি করের অভিযুক্ত সঞ্জয়
বিস্তারিত খবর:
1. বেহালা, বাঁশদ্রোণীর পর এবার সল্টলেকে বেপরোয়া গতির বলি স্কুল পড়ুয়া। জানা গিয়েছে, দুই বাসের রেষারেষিতেই দুর্ঘটনা। মঙ্গলবার সল্টলেকের ২ নম্বর গেটের কাছে বাসের ধাক্কায় দুই স্কুল পড়ুয়া আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে এক ছাত্রের মৃত্যু হয়। আহত স্কুটি চালক-সহ আরও এক পড়ুয়া। বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। রাস্তায় জমায়েত করে চলে প্রতিবাদ, বিক্ষোভ। ভাঙচুর করা হয় বাসে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনায় উদ্বিগ্ন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তরবঙ্গ থেকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে ফোন করেন মমতা। তাঁর নির্দেশ, দুর্ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। এরপরই আগামী ১৪ নভেম্বর সল্টলেকে বৈঠকের ডাক দিয়েছেন পরিবহণ মন্ত্রী। জানা গিয়েছে, বৈঠকে স্নেহাশিস চক্রবর্তীর পাশাপাশি থাকবেন পুর-নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এছাড়াও থাকবেন বেসরকারি বাস-মিনিবাস সংগঠন, বিভিন্ন সরকারি পরিবহণ সংস্থার প্রতিনিধিরা। এ প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী বলেন, “মানুষের জীবনের দাম সবার আগে। এবার থেকে রেষারেষি বা বেপরোয়া গতির বলি হলে ঘাতক চালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হবে।” সবমিলিয়ে রাজ্যে পথ দুর্ঘটনা রুখতে কড়া পদক্ষেপের কথা ভাবছে রাজ্য সরকার।
2. গুরুতর অসুস্থ বিমান বসু। জানা গিয়েছে, বিগত তিনদিন ধরে জ্বরে ভুগছেন বর্ষীয়ান বাম নেতা। তা সত্ত্বেও দক্ষিণ দিনাজপুরে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। ট্রেন সফরে ঠান্ডা হাওয়া লাগায় অসুস্থতা বাড়ে। তা নিয়েই কর্মসূচিতে যোগ দেন। ফেরার সময় মালদহে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তবে হাসপাতালে ভর্তি হতে চাননি তিনি। চেয়েছিলেন আলিমুদ্দিনের কার্যালয়েই হোক চিকিৎসা। কিন্তু কলকাতা পৌঁছতেই পরিস্থিতি বিবেচনা করে শেক্সপিয়র সরণির হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এ বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, “৩ দিন ধরে জ্বর ছিল। জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। এদিকে বিমান বসুর দ্রুত আরোগ্য কামনা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।