কালীপুজোতেই জেলযাত্রা জ্যোতিপ্রিয়র। সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েই মৃত্যুর আশঙ্কা মন্ত্রীর।হিমাচলের সীমান্তে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপনে প্রধানমন্ত্রী। ভোগ রান্না করে মাতৃ আরাধনায় মুখ্যমন্ত্রী। ফের চর্চায় তপন কান্দু হত্যাকাণ্ড। আর নয় ‘যৌনকর্মী’ শব্দের ব্যবহার। সুপ্রিম কোর্টের হ্যান্ডবুকে যোগ হল নতুন বিকল্প শব্দ। প্যালেস্টাইনে ইজরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব রাষ্ট্রসংঘে। পক্ষে ভোট ভারত-সহ ১৪৫টি দেশের। দীপাবলিতে শ্রেয়স-রাহুলের জোড়া সেঞ্চুরিতে দুরমুশ ডাচ বোলিং।
হেডলাইন:
আরও শুনুন: 10 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- কালীপুজোতে বাড়ছে মেট্রো, বাজি নিয়ন্ত্রণে বাড়তি নজর প্রশাসনের
বিস্তারিত খবর:
1. আর নয় ইডি হেফাজত। কালীপুজোর দিনই জেলযাত্রা জ্যোতিপ্রিয় মল্লিকের। আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগারই ঠিকানা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর। রবিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় নিজের মৃত্যুর আশঙ্কা করেন করেন জ্যোতিপ্রিয়। একইসঙ্গে, “সব কথা পরে বলব”, বলে নতুন জল্পনাও ছড়িয়ে দেন। এদিন স্বাস্থ্যপরীক্ষা সেরে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মন্ত্রীকে আগামী ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে, স্ত্রী ও মেয়ে সম্পর্কেও এদিন বিস্ফোরক স্বীকারোক্তি করেন জ্যোতিপ্রিয়। ইডি জেরায় তাঁর দাবি, স্ত্রী এবং মেয়েকে তিনটি সংস্থার ডিরেক্টর হওয়ার নির্দেশ তিনি নিজেই দিয়েছিলেন। গ্রেপ্তারির পর মন্ত্রীর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছিল ইডি। একইসঙ্গে, কালো টাকা সাদা করতে প্রাক্তন মন্ত্রী একের পর এক ভুয়ো সংস্থা খুলেছিলেন বলেও দাবি করে তদন্তকারী সংস্থা। এ প্রসঙ্গে ইডির জেরার মুখে পড়েন মন্ত্রী ঘরনি মণিদীপা এবং কন্যা প্রিয়দর্শিনী। সেখানে ওই কোম্পানিগুলির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছিলেন দুজনে। পরে অবশ্য নিজেদের সেই দাবি খারিজ করে, কোম্পানিগুলির আর্থিক লেনদেনের সঙ্গে তাঁরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলেই জানান তাঁরা। এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়ও, স্ত্রী-কন্যার দাবিতেই সিলমোহর দিলেন বলে দাবি ইডির। জেরার সময় একথা স্বীকার করেছেন খোদ মন্ত্রী, এমনটাই জানাচ্ছে তদন্তকারী সংস্থা। তবে জেলযাত্রার পথে ইডির এই দাবি উড়িয়ে দেন খোদ জ্যোতিপ্রিয়।
2. দেশজুড়ে আলোর উৎসব। দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। এদিন নিজের এক্স হ্যান্ডেলে দেশবাসীর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন মোদি। একইভাবে শুভেচ্ছা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীও। তবে অন্যান্য বারের মতো এবারের দীপাবলিও সীমান্তেই পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার হিমাচল প্রদেশের লেপচায় সেনা জওয়ানদের সঙ্গেই উৎসবের আনন্দ ভাগ করে নেন তিনি। সেখান থেকে মোদির বার্তা, যতদিন সীমান্তে সেনা রয়েছে ততদিন ভারত সুরক্ষিত।এদিন সরাসরি না বললেও রাশিয়া-ইউক্রেন কিংবা হামাস-ইজরায়েল সংঘর্ষের কথা শোনা গিয়েছে মোদির মুখে। পাশাপাশি মোদিকে বলতে শোনা গিয়েছে, ভারত ক্রমশই বিশ্বের দরবারে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে। মোদির দাবি, ভারত স্রেফ নিজেদের প্রতিরক্ষা বিভাগকেই শক্তিশালী করেছে তা নয়, বন্ধু দেশগুলির দিকেও বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। একইসঙ্গে টুইটে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুটি আলাদা পোস্টে কালীপুজো এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। একইসঙ্গে কালীপুজোয় বাড়িতেই মাতৃ আরাধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুজোয় উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবছরও নিজে হাতেই দেবীর ভোগ রান্না করেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।