বাংলায় প্রচারে মোদির অস্ত্র মেরুকরণ। হিন্দু আবেগ উসকে সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে তোপ। ফের মোদির নিশানায় রাহুল গান্ধী। মোদির কটাক্ষের পালটা জবাব মমতার।মতুয়াগড়ে একই প্রসঙ্গে বিজেপিকে তোপ অভিষেকের। সন্দেশখালি ইস্যুতে আরও সক্রিয় তৃণমূল। কমিশনের পর এবার রেখা শর্মার বিরুদ্ধে নালিশ পুলিশে। শ্লীলতাহানি কাণ্ডে নতুন মোড়। রাজভবনের ফুটেজ দেখে চিহ্নিত করা হল আরও ৪ কর্মীকে।
হেডলাইন:
আরও শুনুন: 11 মে 2024: বিশেষ বিশেষ খবর- আর যাবেন না রাজভবনে, শ্লীলতাহানি বিতর্কের মাঝে বিস্ফোরক মমতা
আরও শুনুন:10 মে 2024: বিশেষ বিশেষ খবর- বাংলা বিরোধীদের বিসর্জনের ডাক, জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পেশ অভিষেকের
বিস্তারিত খবর:
1. চতুর্থ দফার আগে বাংলায় ভোট প্রচারে মোদি। রবিবার বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হয়ে প্রচারে হিন্দুত্বের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। শোনালেন পাঁচ গ্যারান্টির কথাও। এদিন CAA ইস্যুতে তৃণমূলকে তোপ দেগে তাঁর মন্তব্য, “রাতারাতি CAA-কে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে।” সরব হন সন্দেশখালি প্রসঙ্গেও। তাঁর দাবি, শেখ শাহজাহানকে বাঁচাতে নতুন খেলা খেলছে তৃণমূল। মোদির খোঁচা,”সন্দেশখালিতে কী হচ্ছে গোটা দেশ দেখছে। সন্দেশখালির দোষীদের তৃণমূলের পুলিশ বাঁচিয়েছে।” পাশাপাশি সন্দেশখালি থেকে অস্ত্র উদ্ধার নিয়েও কটাক্ষ করেন মোদি। তবে এদিনের প্রচারে স্রেফ বাংলার শাসকদল নয়, একইসঙ্গে কংগ্রেসকেও একহাত নেন মোদি। নাম করে ফের রাহুল গান্ধীকে ‘শাহজাদা’ কটাক্ষ করে মোদি বলেন, এবারের লোকসভা নির্বাচনে শাহজাদার বয়েসের চেয়েও কম আসন পাবে কংগ্রেস। শুধু তাই নয়, বিরোধীদের পরিবারবাদের রাজনীতিকেও এদিন নিশানা করেন নরেন্দ্র মোদি। সবমিলিয়ে এদিনের সভা থেকে আরও একবার বিরোধীদের একাধিক ইস্যুতে হুঁশিয়ারি দিয়ে গেলেন মোদি।
2. মোদির কটাক্ষের পালটা জবাব মমতার। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ,”উনি বলেছেন, CAA লাগু হবেই, কেউ আটকাতে পারবে না। আমি বলছি, মতুয়াদের জন্য CAA হবে না। মনে রাখবেন, ওঁরা নাগরিক, ওঁদের ভোটে আপনি জিতেছেন। আর যদি নাগরিকত্ব দিতেই হয় নিঃশর্তে দেবেন।” পাশাপাশি সন্দেশখালি নিয়ে মোদির বক্তব্যেরও পালটা দিয়েছেন মমতা। তাঁর মন্তব্য়, “এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন।” সুর চড়ালেন ১০০ দিনের কাজে কেন্দ্রের টাকা না দেওয়ার অভিযোগেও। এদিকে, একই ইস্যুতে মতুয়াগড়ের সভায় সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তোপ দেগে আমজনতার উদ্দেশে তাঁর প্রশ্ন, “যাঁরা শ্রী শ্রী হরিচাঁদ, শ্রী শ্রী গুরুচাঁদকে ঈশ্বর বলে মানেন না, তাঁদের কি ভোট দেবেন?” সিএএ নিয়েও বিজেপিকে আক্রমণ শানিয়েছেন অভিষেক। তাঁর প্রশ্ন, যে সিএএ-কে হাতিয়ার করে মতুয়াগড় নিজেদের দখলে রাখতে চাইছে বিজেপি, সেই দলের কজন নেতা এখনও পর্যন্ত আবেদন করেছেন? একইসঙ্গে গত পাঁচবছরে মতুয়াদের উন্নয়নের জন্য শান্তনু ঠাকুর কী কাজ করেছেন, সেই প্রশ্নও তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।