ভোটহিংসায় নিহতদের পরিবারপিছু চাকরি, ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ভাঙড়ে গণ্ডগোল ছড়াল কেন, কেন্দ্রীয় বাহিনীকে বিঁধে প্রশ্ন মমতার। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, ফের সবুজ ঝড় রাজ্যে। নন্দীগ্রামের ফল টেনে শুভেন্দুকে খোঁচা কুণালের। রাজ্যপালের পদত্যাগের দাবিতেও সরব তৃণমূল মুখপাত্র। ভোট-পরবর্তী হিংসায় ভাঙড়ে মৃত্যুর ঘটনায় জল গড়াল আদালতে। ভোটের রায়ে জারি স্থগিতাদেশ, কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ হাই কোর্ট। প্রয়াত বিশ্ববিখ্যাত সাহিত্যিক মিলান কুন্দেরা। বিশ্ববরেণ্য সাহিত্যিকের প্রয়াণে শোকের ছায়া সাহিত্যমহলে।
হেডলাইন:
আরও শুনুন: 11 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- ব্যালট বলছে গ্রামবাংলা তৃণমূলেরই, জয়ের নিরিখে অনেকটা এগিয়ে শাসকদল
আরও শুনুন: 10 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- উত্তপ্ত মণিপুরে তৃণমূলের প্রতিনিধি দল, যাচ্ছেন পাঁচ সদস্য
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটে বিরোধী দলগুলিকে পিছনে ফেলে ফের শীর্ষে তৃণমূলই। তবে মনোনয়ন ও ভোট হিংসায় প্রাণ গিয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত ইস্যুতে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আবহে রাজ্যে অশান্তি, প্রাণহানি নিয়ে দুঃখপ্রকাশ করলেন তিনি। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিলেন ক্ষতিপূরণ এবং চাকরির। পঞ্চায়েত ভোটে হিংসায় নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মৃতদের জন্য ২১ জুলাই শহিদ দিবস পালন হবে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে ভোটহিংসার জন্য বাম-বিজেপিকে একযোগে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “কোনও মৃত্যুই কাম্য নয়। তবে বেশিরভাই মৃত্যু হয়েছে আমাদের কর্মীর।” মমতার দাবি, রাজ্যে যেখানে অশান্তি হয়েছে সেগুলি বরাবরই অশান্তিপ্রবণ এলাকা। মাত্র দুটি জেলায় অশান্তি হয়েছে। কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও ভাঙড়ে অশান্তি ছড়াল কেন, প্রশ্ন স্বয়ং মমতারি। বাম আমলের একাধিক হত্যা, অশান্তির প্রসঙ্গ টেনে মমতা মনে করিয়ে দিলেন, আগামী প্রজন্মের কথা মাথায় রেখে নির্বাচনকে শান্তিপূর্ণ করে তুলতে হবে। ভোট কর্মীদের স্বাক্ষরের অভাবে এবার একাধিক ভোট বাতিল হয়েছে জানিয়ে সরকারি কর্মীদেরও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের ভোট বাতিলের জন্য সরকারি কর্মীরা কারসাজি করেছেন, অভিযোগ তুলে তাঁদের শাস্তির দাবিতেও সরব মমতা। কোথাও কোনও ভুলত্রুটি থাকলে প্রশাসনিক স্তরে পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। আগামীতে ভোটকে হিংসামুক্ত করতে যে তিনি সর্বোতভাবে সচেষ্ট হবেন, সে কথাও আজ স্পষ্টই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2. দুর্নীতি, দলীয় কোন্দল-সহ হাজারও অভিযোগ উড়িয়ে ফের সবুজ ঝড় রাজ্যে। পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ, সব স্তরেই নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। গণনা চলাকালীনই শাসকদলে যোগ দিয়েছেন বিরোধীদের একাধিক জয়ী প্রার্থী। এদিনও তৃণমূলে যোগ দেন কাটোয়ার ৩ সিপিএম ও ১ নির্দল প্রার্থী, বাঁকুড়ার এক বিজেপি প্রার্থীও। নন্দীগ্রামে বিরোধী দলনেতা নিজের বুথে জয় পেলেও দিলীপ ঘোষ, শান্তনু ঠাকুররা নিজেদের বুথেই পরাজিত। এই পরিস্থিতিতে একযোগে রাজ্যপাল ও বিরোধী দলনেতাকে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
পঞ্চায়েত ভোট পর্বে লাগাতার অশান্তির খবর পেয়ে রাজ্যপাল কার্যত রাস্তায় নেমে পড়েছিলেন। যেখানেই হিংসার খবর মিলেছে, সেখানেই ছুটে গিয়েছেন তিনি। কথা বলেছেন আক্রান্তদের সঙ্গে। হিংসার বিরুদ্ধে বারবার সরব হয়ে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে তোপ দাগতেও ছাড়েননি। তৃণমূল বারবার তাঁর এই ভূমিকাকে বিরোধীদের সঙ্গে তুলনা করেছিল। এবার পঞ্চায়েতের ফলাফলে বিপুল ভোটে জয়ের পরই তাঁর পদত্যাগ দাবি করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যপালকে ‘বিজেপির এজেন্ট’ বলে কটাক্ষ করে কুণালের সাফ কথা, পদত্যাগ করে বাংলা ছেড়ে চলে যাওয়া উচিত সিভি আনন্দ বোসের। একইসঙ্গে নন্দীগ্রামের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ফলাফল উল্লেখ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও খোঁচা কুণালের। কুণাল ঘোষের দাবি, পঞ্চায়েতের ফলেই স্পষ্ট যে, বিধানসভা ভোটে আদতে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। এদিন সাংবাদিক বৈঠক করে শুভেন্দু-সহ বিজেপির বিরুদ্ধে বেনজির আক্রমণ শানালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।