পুর নিয়োগের তদন্তে সুজিত-তাপসের বাড়িতে ইডি। দুর্নীতিতে জড়িত নন, দাবি বিধায়কের। ‘বিজেপির চক্রান্ত’, দাবি করে সরব কুণাল ঘোষ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। অতিরিক্ত চার্জশিট পেশ সিবিআইয়ের। নাম রয়েছে OMR সংস্থার দুই প্রধানের, সাক্ষীর সংখ্যা ৪০। সন্দেশখালি হামলায় পুলিশের হাতে গ্রেপ্তার ২। শেখ শাহজাহানকে খুঁজতে কী পদক্ষেপ রাজ্যের? স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবকে প্রশ্ন রাজ্যপালের। রাহুলের ‘ন্যায় যাত্রা’র আগেই ফের বৈঠকে ইন্ডিয়া জোট।
হেডলাইন:
আরও শুনুন: 11 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাবে বিরোধিতা, কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 10 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- দলের অন্দরের কথা বাইরে নয়, সংঘবদ্ধ লড়াইয়ের বার্তা মমতা-অভিষেকের
বিস্তারিত খবর:
1. পুর নিয়োগ মামলার তদন্তে এবার দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা। একই সঙ্গে বিধায়ক তাপস রায় ও প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রায় ১০ ঘণ্টা ধরে সুজিত বসুর দুটি বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। এদিকে প্রায় ১২ ঘণ্টা তল্লাশির পর তাপস রায়ের বউবাজারের বাড়ি থেকে বেরোন ইডি আধিকারিকেরা। তার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায় জানিয়েছেন, তাঁর মোবাইল ফোন এবং কিছু নথি ছাড়া আর কিছু বাজেয়াপ্ত করেনি ইডি। ‘দুর্নীতিতে জড়ানোর সুযোগ ছিল না’, সাফ জানান তৃণমূল বিধায়ক।
একসঙ্গে তৃণমূলের মন্ত্রী, বিধায়ক ও প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে ইডির তল্লাশি অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই তোপ কুণাল ঘোষের। বিজেপির নির্দেশে এভাবে হেনস্তা করা হচ্ছে, দাবি করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের প্রশ্ন, কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশি হচ্ছে না? নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুকে সরাসরি যুক্ত বলে পালটা তোপ দেগেছেন বিরোধী দলনেতাও।
2. প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ সিবিআই-এর। নাম রয়েছে ওএমআর প্রস্তুতকারক সংস্থার দুই প্রধানের। প্রায় ৫০ পাতার চার্জশিটে সাক্ষীর সংখ্যা ৪০।
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট কারচুপির অভিযোগ উঠেছিল। সেই তদন্তে জাল ওএমআর শিট উদ্ধারের পাশাপাশি একাধিক তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। তার ভিত্তিতে আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই জানিয়েছিল, ১৪ জানুয়ারির মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ওএমআর প্রস্তুতকারক সংস্থার দুই প্রধান কৌশিক মাঝি এবং পার্থ সেনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে তারা। শুক্রবার কথামতোই সেই অতিরিক্ত চার্জশিট পেশ করল সিবিআই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।