‘এক দেশ, এক ভোট’ প্রস্তাবে সায় মোদির মন্ত্রিসভার। চলতি অধিবেশনেই নতুন বিল পেশের সম্ভাবনা। জঙ্গিপুরে নাবালিকা ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত ২। ৫৯ দিনেই বিচার পেল নাবালিকার পরিবার। ২৬ হাজার চাকরি বাতিল মামলা ফের পিছোল সুপ্রিম কোর্ট। হাসিনার ইউনুস-মন্তব্যে সমর্থন নয় দিল্লির। মরশুমের প্রথম শৈত্যপ্রবাহ রাজ্যে। চিনকে হারিয়ে কনিষ্ঠতম হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ।
হেডলাইন:
আরও শুনুন:
বিস্তারিত খবর:
1. কেন্দ্রীয় ক্যাবিনেটে পাশ হয়ে গেল ‘এক দেশ এক ভোট প্রস্তাব’। বৃহস্পতিবার এই প্রস্তাবে সায় দিয়েছে মোদির মন্ত্রিসভা। মনে করা হচ্ছে, সংসদের চলতি অধিবেশনেই এই মর্মে বিল পেশ করবে মোদি সরকার। চলতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘এক দেশ, এক নির্বাচন’ নিয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তি দেন, ঘন ঘন নির্বাচনে দেশের উন্নয়নমূলক কাজে বাধা পড়ে। দাবি করেন, গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থনও জানাচ্ছে। সব রাজনৈতিক দলগুলিকে এই বিষয়ে সমর্থন করার আহ্বানও জানান তিনি। এর বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। কমিটিও এর পক্ষেই সায় দেয়। যদিও বিরোধী দলগুলি শুরু থেকেই ‘এক দেশ, এক নির্বাচন’-এর বিরোধিতা করে এসেছে। অভিযোগ, এই নীতি ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে। যা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রের পরিপন্থী। তবে বিরোধীদের আপত্তি নিয়ে সেভাবে মাথা ঘামাচ্ছে না মোদি সরকার। চলতি অধিবেশনের ১৪তম দিনে এক দেশ এক ভোটের প্রস্তাবে সায় দিল গোটা ক্যাবিনেট। শীতকালীন অধিবেশনেই এই বিল পেশ করা হতে পারে সংসদে।
2. জয়নগরের পর জঙ্গিপুর। ধর্ষণ ও খুনের ঘটনার মাত্র ৫৯ দিনে বিচার পেল নাবালিকার পরিবার। এই ঘটনায় বৃহস্পতিবার দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত। শুক্রবার সাজা ঘোষণা। গত ১৩ অক্টোবর দাদুর বাড়ি থেকে নিখোঁজ হয় নাবালিকা। প্রায় তিন ঘন্টা পর প্রতিবেশী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় তার বস্তাবন্দি দেহ। উত্তেজিত জনতা দীনবন্ধুকে ব্যাপক মারধর করে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ফরাক্কা থানার পুলিশ দীনবন্ধু হালদারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে খুন, তথ্যপ্রমাণ লোপাট এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় অভিযুক্ত করে গ্রেপ্তার করে। এরপর পুলিশ হেফাজতে চলে জিজ্ঞাসাবাদ। তাতেই পুলিশ জানতে পারে এই খুনের ঘটনায় শুভ হালদার নামে আরও এক যুবক জড়িত। ১৯ অক্টোবর পুলিশ তাকেও গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, অভিযুক্ত দীনবন্ধু ও শুভ দিনের বেশিরভাগ সময় একই সঙ্গে থাকত। নাবালিকাকে খুন ও যৌন নির্যাতন চালাতে দীনবন্ধুকে শুভ সাহায্য করেছিল বলে অভিযোগ। নাঘটনার ২১ দিনের মাথায় পুলিশ ৬২২ পাতার চার্জশিট জমা দেয়। ৫৯ দিনের মাথায় দীনবন্ধু এবং শুভকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার ওই দুই দোষীর সাজা ঘোষণা। এই প্রসঙ্গে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আশা করছি ফাঁসির সাজা হবে দুজনের।” পাশাপাশি আর জি কর প্রসঙ্গ টেনে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।