ব্যাংক বেসরকারিকরণ নিয়ে আশ্বাস প্রধানমন্ত্রীর। হিন্দুত্বের অস্ত্রেই বিজেপিকে বিঁধলেন রাহুল গান্ধী। লিফট দেওয়ার অজুহাতে গাড়িতে তুলে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। সাসপেন্ড ২ পুলিশকর্মী। পুরভোটের আগে কলকাতা থেকে আটক ২০ বাংলাদেশি। বাংলার করোনা গ্রাফ নিম্নমুখী। কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু।
হেডলাইন:
আরও শুনুন: 10 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- কলকাতায় ওমিক্রন আতঙ্ক, করোনা পজিটিভ ব্রিটেন ফেরত তরুণী
বিস্তারিত খবর:
1. ব্যাংক বেসরকারিকরণ নিয়ে আতঙ্কের আবহে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘ব্যাংক আমানত বিমা’ শীর্ষক এক অনুষ্ঠানে সাধারণ ব্যাংক গ্রাহকদের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনও কারণে ব্যাংক যদি গ্রাহকদের টাকা শোধ করতে নাও পারে, তাহলেও সবার টাকা সুরক্ষিত। সরকার ৯৮.১ শতাংশ গ্রাহকের টাকাই সুরক্ষিত করে ফেলেছে বিমার মাধ্যমে। গ্রাহকদের মোট ৭৬ লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই বিমা সুরক্ষার আওতায় এসেছে।
রবিবার ‘ব্যাংক আমানত বিমা’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় আসার পর নিয়ম বদলেছি। আমরা ব্যাংক ডিপোজিটের বিমার পরিমাণ ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দিয়েছি।” প্রধানমন্ত্রী জানিয়েছেন, মধ্যবিত্তদের ভীতি দূর করতে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার ৯০ দিনের মধ্যে যাতে গ্রাহকরা তাঁদের টাকা ফেরত পান, সেটা নিশ্চিত করবে তাঁর সরকার।
প্রসঙ্গত, মোদি সরকার গত দু’বছর ধরেই রুগ্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বেসরকারিকরণ এবং সংযুক্তিকরণ প্রক্রিয়া শুরু করেছে। শীঘ্রই আরও একাধিক ব্যাংক বেসরকারিকরণের পথে এগোবে বলে সূত্রের দাবি। এই পরিস্থিতিতে ব্যাংক নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী।
2. “দেশ চালাচ্ছে হিন্দুত্ববাদীরা। ওদের সরিয়ে প্রকৃত হিন্দুদের শাসন প্রতিষ্ঠা করতে হবে।” রাজস্থানের মেগা জনসভা থেকে চব্বিশের নির্বাচনী প্রচারের ডঙ্কা বাজিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বললেন, প্রকৃত হিন্দু আর হিন্দুত্ববাদীদের মধ্যে পার্থক্য আছে। মহাত্মা গান্ধী হিন্দু আর গডসে হিন্দুত্ববাদী। প্রাক্তন কংগ্রেস সভাপতি এদিন রাজস্থানের ‘মূল্যবৃদ্ধি হটাও’ জনসভায় গীতা, উপনিষদের বুলিও আওড়েছেন। মূল্যবৃদ্ধি বিরোধী জনসভা থেকে রাহুল মূল্যবৃদ্ধি নিয়ে যত না বাক্যব্যয় করেছেন, তার থেকে অনেক বেশি বাক্যব্যয় করেছেন হিন্দু বনাম হিন্দুত্ববাদী লড়াই নিয়ে। রাহুলের এদিনের বক্তব্যেই স্পষ্ট, আগামী দিনে বিজেপির হিন্দুত্ববাদকে অস্ত্র করেই বিজেপিকে বিঁধতে চাইছেন তিনি। তবে উনিশের আগে যে নরম হিন্দুত্বের পন্থা কংগ্রেস নিয়েছিল, চব্বিশের আগে রাহুলের হিন্দুত্ব তার থেকে অনেক বেশি আগ্রাসী হতে চলেছে।
প্রসঙ্গত, রবিবার রাজস্থানে মূল্যবৃদ্ধি কমানোর দাবিতে কংগ্রেস যে মেগা জনসভার আয়োজন করেছিল, তাতে দীর্ঘদিন বাদে একসঙ্গে মঞ্চে দেখা গিয়েছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। সেই সঙ্গে ছিলেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের প্রথম সারির নেতারাও। এই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ট্যুরিস্ট প্রধানমন্ত্রী’ বলে তোপ দেগেছেন প্রিয়াঙ্কা গান্ধী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।