কাঁথি থেকে গ্রেপ্তার বেঙ্গালুরু বিস্ফোরণের দুই চক্রী। রাজ্য পুলিশকে ঢালাও কৃতিত্ব মমতার। দুষ্কৃতীদের আশ্রয় দেওয়া নিয়ে নিশানা অধিকারীদের। ভূপতিনগর কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের। দিনহাটা থেকে শাহকে তোপ মমতার। প্রথম দফা ভোটের আগে ধূপগুড়িতে প্রচারে অভিষেক। প্রথম দফায় মোতায়েন প্রায় ১০ হাজার রাজ্য পুলিশও। পয়লা বৈশাখে পালিত হবে রাজ্য দিবস।
হেডলাইন:
আরও শুনুন: 11 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- রেড রোডের নমাজে হাজির মমতা-অভিষেক, বিভাজন নিয়ে তোপ বিজেপিকে
বিস্তারিত খবর:
1. বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে বাংলা যোগ। শুক্রবার দিঘা থেকে এনআইএ-র জালে ধরা পড়ল বিস্ফোরণের দুই চক্রী। পরিচয় গোপন করে পূর্ব মেদিনীপুরের কাঁথি এলাকায় আশ্রয় নিয়েছিল তারা। ধৃতেরা আইসিসের সদস্য হতে পারে বলেও সন্দেহ তদন্তকারীদের। দুই অপরাধীর বাংলায় আত্মগোপন করা নিয়ে তৃণমূল সরকারকে তোপ বিজেপির। এক্স হ্যান্ডেলে অমিত মালব্যর খোঁচা, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলা জঙ্গিদের নিরাপদ স্বর্গে পরিণত হয়েছে।” যদিও এদিন প্রচার সভা থেকে গেরুয়া শিবিরকে পালটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশকে ঢালাও কৃতিত্ব দিয়ে তাঁর দাবি, “অভিযুক্তরা মাত্র ২ ঘণ্টার জন্য বাংলায় ছিল। দুঘণ্টার মধ্যে ধরে দিয়েছি। আমাদের রাজ্য পুলিশ ধরে দিয়েছে।” ‘অধিকারী গড়’ হিসেবে পরিচিত কাঁথিতেই যে দুই অপরাধীর হদিশ মিলল, তা নিয়ে নাম না করে অধিকারী পরিবারকে নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। তাঁর সাফ বক্তব্য, “সবাই জানে সেখানে কোন্ পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক।” পালটা দিয়েছেন তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারীও।
2. ভূপতিনগর কাণ্ডে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন অমিত শাহ। সেই হুঁশিয়ারি নিয়েই এবার প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারব্যবস্থার ঊর্ধ্বে উঠে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি এ কথা বলতে পারেন? দিনহাটার সভা থেকে প্রশ্ন মমতার। এখানেই শেষ নয়, বাংলা উচ্চারণের ভুল নিয়েও এদিন শাহকে বিঁধেছেন মমতা।
তবে শাহকে আক্রমণ করলেও দিনহাটার সভায় মমতার নিশানায় ছিলেন মূলত শাহের ডেপুটি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, নিশীথ মানুষের উপর অত্যাচার করলেও প্রশাসন নীরব। এমনকি কোচবিহার কেন্দ্রে ভোটের দিন গোলমাল পাকিয়ে বিএসএফকে দিয়ে ভোট করিয়ে নিতে পারেন বিজেপি প্রার্থী নিশীথ, এই আশঙ্কা প্রকাশ করে তৃণমূলের উদয়ন গুহকে সতর্ক করে দিলেন নেত্রী। পরামর্শ দিলেন স্থির থাকারও। একইসঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার বার্তা দিয়ে স্থানীয় প্রশাসনের একাংশকেও সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।