হাঁসখালি ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্ত। নির্দেশ হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার মূল অভিযুক্ত সোহেলের বন্ধু। রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি। আসানসোলে অগ্নিমিত্রা পলের গাড়িতে হামলার অভিযোগ। কয়েকটি ঘটনা ছাড়া শান্তিতেই ভোট বালিগঞ্জে। রাজ্যের চারটি ধর্ষণের তদন্ত হবে দময়ন্তী সেনের নেতৃত্বে। গঠন করতে হবে SIT। আদালতের নজরদারিতেই চলবে তদন্ত। নির্দেশ কলকাতা হাই কোর্টের।
হেডলাইন:
আরও শুনুন: 10 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- অন্তর্ধান নয়, স্বাধীনতার লড়াইয়ের বার্তা দিয়ে আসরে ইমরান
বিস্তারিত খবর:
1. হাঁসখালি ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২ মে-র মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। মঙ্গলবার রাতে এই নির্দেশ দিল আদালত।ইতিমধ্যে এই ঘটনায় আরও ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম প্রভাকর পোদ্দার। মূল অভিযুক্ত সোহেলের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত ছিল ওই যুবক। মৃত নাবালিকার সঙ্গেও পরিচয় ছিল প্রভাকরের, এমনটাই পুলিশ সূত্রে খবর। এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, “মূল অভিযুক্তের এক বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।” এদিন হাঁসখালি যান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কথা বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। এদিনই হাঁসখালি যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনিও।
এদিকে বোলপুর আদিবাসী তরুণীর ধর্ষণের ঘটনায় রিপোর্ট তলব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই পুলিশি তৎপরতায় গ্রেপ্তার হল অভিযুক্ত বাবা-সহ মোট চারজন। মঙ্গলবার তাদের বোলপুর মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিকে নির্যাতিতার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতাল থেকে কলকাতার এসএসকেএমে স্থানান্তরিত করা হয়।
2. বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই মিটল বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রের উপনির্বাচন। মঙ্গলবার নির্বাচনকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত হয়ে ওঠে আসানসোল। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। বারাবনির লালগঞ্জে বহিরাগতদের নিয়ে বুথে ঢোকার অভিযোগ ওঠে অগ্নিমিত্রার বিরুদ্ধে। তারপরই তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী। ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অগ্নিমিত্রা পল গাড়িতে ওঠার সময় ফের শুরু হয় বচসা। সেই সময় অগ্নিমিত্রার গাড়িতে হামলা করা হয়, তাঁর নিরাপত্তারক্ষীদের মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। আসানসোলে ভোট পরিদর্শন করেন তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর মন্তব্য, ভালোভাবেই হয়েছে ভোট। অন্যদিকে বালিগঞ্জ কেন্দ্রের ছবি মোটের উপর শান্তই। এদিন সকাল থেকেই ফুরফুরে মেজাজে ছিলেন কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। ঘুরে দেখেন ভোটকেন্দ্র। বালিগঞ্জের বিশপ কলেজে ভুয়ো ভোটার ঢোকার অভিযোগও ওঠে। লেডি ব্রেবোর্ন কলেজে সিপিএম প্রার্থী সায়রা হালিমের গাড়িতে ভাঙচুরের অভিযোগও ওঠে। দুই কেন্দ্রে অশান্তি নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, বাংলায় শান্তিপূর্ণ ভোট ভাবাই যায় না। অন্যদিকে আসানসোলের অশান্তির জন্য অগ্নিমিত্রাই দায়ী বলে পালটা দাবি করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিকাল ৫টা পর্যন্ত বালিগঞ্জে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ। আসনসোলে ভোট পড়েছে ৬৪.০৩ শতাংশ। উৎসবের সময় ভোট, তা ছাড়া গরমের কারণেই কম ভোট পড়েছে বলে দাবি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।