বিদেশ সফরের আগে মন্ত্রিসভা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাবুলের হাতছাড়া পর্যটন দপ্তর, দায়িত্ব বাড়ল ইন্দ্রনীল সেনের। মহকুমার স্বীকৃতি পেল ধূপগুড়ি। অভিষেককে ফের ইডি তলব নিয়ে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। দাবি, রাজনৈতিক প্রতিহিংসা মেটাচ্ছে বিজেপি। চন্দ্রবাবু নায়ডুর গ্রেপ্তারি নিয়েও সরব মমতা। বৃষ্টি থামতেই রিজার্ভ ডে-তে মাঠে নামল ভারত-পাকিস্তান। জুটি বেঁধে জোড়া শতরান বিরাট-রাহুলের। পাকিস্তানের সামনে ৩৫৭ রানের চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. স্পেন ও দুবাই সফরে যাওয়ার আগে মন্ত্রিসভা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দপ্তরের রদবদলের পর দায়িত্ব কমল বাবুল সুপ্রিয়র। বাবুলের হাত থেকে পর্যটন নিয়ে তা দেওয়া হল ইন্দ্রনীল সেনকে, আগেই যে দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। পর্যটনের পরিবর্তে বাবুল পেলেন অচিরাচরিত শক্তি দপ্তর। এর আগেই বাবুলের দপ্তরের সঙ্গে সম্পর্কিত রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের দায়িত্ব ইন্দ্রনীলকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত ২২ আগস্ট ইন্ডোরের বৈঠকেও বাবুলকে না পেয়ে সমস্ত পুজো মণ্ডপে পর্যটন দপ্তরের বাড়তি প্রচারের যাবতীয় দায়িত্ব ইন্দ্রনীলকে দেন তিনি। এবার পর্যটন দপ্তরের দায়িত্বই হাতছাড়া হল বাবুলের। পাশাপাশিই গুরুত্ব বাড়ল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং প্রদীপ মজুমদারের। বনের পাশাপাশি জ্যোতিপ্রিয়কে দেওয়া হল অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প পুনর্গঠন দপ্তর। পঞ্চায়েত দপ্তরের সঙ্গেই অরূপ রায়ের সমবায় দপ্তর সামলাতে হবে প্রদীপকে। এদিকে অরূপ রায় পাচ্ছেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের দায়িত্ব।
এদিকে স্থানীয়দের দাবিকে মান্যতা দিয়ে বানারহাটের কিছু অংশ ও ধূপগুড়ি নিয়ে তৈরি হচ্ছে আলাদা মহকুমা। সোমবার নবান্ন থেকে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধূপগুড়ির উপনির্বাচনের আগে ভোটপ্রচারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটের ফল প্রকাশিত হওয়ার পরই সেই প্রতিশ্রুতি পূর্ণ করলেন মুখ্যমন্ত্রী।
2. অভিষেককে ফের ইডি তলব নিয়ে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই বারবার বিরক্ত করা হচ্ছে অভিষেককে, সাফ দাবি মমতার। INDIA জোটের কো-অর্ডিনেশন বৈঠকের প্রথম দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে ইডি, যা নিয়ে আগেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন অভিষেক। বুধবার তাঁকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ইস্যুতে সরব হলেন মমতাও। তাঁর বক্তব্য, “কোনও অভিযোগ উঠলে তার তদন্ত করুক, কিন্তু এভাবে হেনস্তা কেন? এসব সিদ্ধান্ত কিন্তু পরবর্তীতে বিজেপির ক্ষেত্রে ব্যুমেরাং হতে পারে।” তিনি আরও বলেন, ক্ষমতা বদল হলে অন্য দলও একই কাজ করতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধরে রাখাই গণতন্ত্রে কাম্য হওয়া উচিত। কেবল অভিষেককে তলব করাই নয়, অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর গ্রেপ্তারি নিয়েও একইভাবে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব ঘটনাকেই বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলে এদিন আক্রমণ শানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।