পুজোমণ্ডপে স্লোগান কাণ্ডে ধৃতদের স্বস্তি। একাধিক কড়া শর্তে জামিন মঞ্জুর করল হাই কোর্ট। অনশন মঞ্চে আন্দোলনকারীদের উচ্ছ্বাস। ধর্মতলার মঞ্চে IMA প্রধান। বিচার চেয়ে অনশনকারীদের পাশে আমজনতা। হরিয়ানায় মুখ্যমন্ত্রী পদে ফের নায়াব সাইনিই। ইজরায়েল-লেবানন সংঘাতে উদ্বিগ্ন ভারত। পরমাণু বোমার ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করা সংস্থা নিহন হিদানকিয়ো পেল ২০২৪ নোবেল শান্তি পুরস্কার।
হেডলাইন:
আরও শুনুন: 10 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- ত্রিধারার মণ্ডপে স্লোগান কাণ্ডে ধৃত ৯ জনের পুলিশ হেফাজতের নির্দেশ
বিস্তারিত খবর:
1. পুজোমণ্ডপে ‘জাস্টিস’ স্লোগান তোলা ধৃত ৯ জনকে একাধিক শর্তসাপেক্ষে জামিন দিল কলকাতা হাই কোর্ট। জানা গিয়েছে, একহাজার টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে মিলেছে এই অন্তর্বর্তীকালীন জামিন। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকারের অবকাশকালীন বেঞ্চ এই জামিনের আবেদন মঞ্জুর করেন। তাঁর বক্তব্য, ধৃতদের পুলিশ হেফাজতে রাখার প্রয়োজনীয়তা নেই। তাই অন্তর্বর্তী জামিন দিল হাই কোর্ট। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকবে তাঁদের। তবে বেশ কয়েকটি শর্ত আরোপ করেছেন বিচারপতি। ধৃতদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে। রাজ্য সরকারের কার্নিভালে কোনওরকম বাধা দেওয়া যাবে না। একইসঙ্গে পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে কোনও প্রতিবাদ জানানো যাবে না, এমনটাই সাফ নির্দেশ আদালতের। এদিন জামিনের খবর ধর্মতলার অনশন মঞ্চে পৌঁছতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। সেখানে উপস্থিত আমজনতার সঙ্গে একত্রে জাস্টিস স্লোগান তোলেন তাঁরা। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ নভেম্বর।
2. শুক্রবার ধর্মতলার ধরনামঞ্চে গিয়েছিলেন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি আর ভি অশোকন। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অনশন প্রত্যাহারের আর্জি জানান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “অনশনকারীরা নিজেদের জন্য লড়ছেন না। তাঁরা লড়ছেন সাধারণ মানুষের জন্যই।” তার আগে অসুস্থ অনশনকারী চিকিৎসক অনিকেতের সঙ্গেও দেখা করেন IMA প্রধান। শেষ পাওয়া খবর অনুযায়ী, অনিকেতের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। এদিন জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে প্রতীকী অনশনে অংশ নেন সিনিয়ররাও। মুখ্যমন্ত্রীকে মেল করা হয় সিনিয়র ডাক্তারদের সংগঠনের তরফে। তাঁদের অনুরোধ, জুনিয়র ডাক্তারদের দাবিগুলিকে যাতে প্রশাসনিক স্তরে যথাযথ গুরুত্ব এবং সংবেদনশীলতার সঙ্গে দেখা হয়। আন্দোলনকারীদের ডাকে নবমীর সন্ধ্যায় ধর্মতলার মঞ্চে হাজির ছিলেন আমজনতাও। ভিড়ের মাঝে বারবার ওঠে জাস্টিস স্লোগান। অন্যদিকে, হাসপাতালে নিরাপত্তার কাজ কতদূর, সেই স্ট্যাটাস রিপোর্ট পাঠানো হল জুনিয়র ডাক্তারদের। মেল করে তা জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।