ফের বিস্ফোরক সঞ্জয় রায়। ‘ফাঁসিয়েছেন বিনীত গোয়েল’, দাবি আর জি কর কাণ্ডে অভিযুক্তের। শিয়ালদহ আদালতে রুদ্ধদ্বার কক্ষে সাক্ষ্য ‘অভয়া’র বাবার। উপনির্বাচনের মুখে অস্বস্তিতে বিজেপি। পুলিশের প্রতি বিতর্কিত মন্তব্য, সুকান্তকে শোকজ কমিশনের। দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ সঞ্জীব খান্নার। ফের গুলির লড়াইয়ে উত্তপ্ত মণিপুর। হামলা সিআরপিএফ ক্যাম্পে, আহত ১। পালটা জবাবে খতম ১১ কুকি জঙ্গি। গুঁড়িয়ে দেওয়া হবে অযোধ্যার রামমন্দির। ভিডিও বার্তায় হুমকি খলিস্তানি জঙ্গি পান্নুনের। এদিকে শাহরুখ-সলমনের পর গ্যাংস্টারের হুমকি মিঠুনকে।
হেডলাইন:
আরও শুনুন: 10 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- আর স্কুলে গিয়ে নয়, অনলাইনেই মাধ্যমিকের ফর্ম ফিলআপের ঘোষণা পর্ষদের
আরও শুনুন: 9 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- ‘অভয়া’ ইস্যুতে আন্দোলন জারি, ফের রাজপথে জুনিয়র ডাক্তাররা
বিস্তারিত খবর:
1. ষড়যন্ত্রের অভিযোগে ফের বিস্ফোরক আর জি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়। এদিন আদালত থেকে বেরিয়ে সরাসরি তৎকালীন পুলিশ কমিশনারের দিকে ষড়যন্ত্রের আঙুল তোলে সে। ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয়ের কথায়, “বিনীত গোয়েল, ডিসি স্পেশাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। ওদের জিজ্ঞেস করুন, ওরা সব জানে।” এর আগে আদালতে দাঁড়িয়েও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়। এদিন ফের ধর্ষণ-খুন কাণ্ডে মূল অভিযুক্তর মুখে ষড়যন্ত্রের তত্ত্বে ছড়াল চাঞ্চল্য।
সোমবার থেকে শিয়ালদহ আদালতে চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে। শিয়ালদহের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে এদিন রুদ্ধদ্বার কক্ষে সাক্ষ্য দেন ‘অভয়া’র বাবা। আদালতে উপস্থিত ছিলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারও। প্রায় তিন ঘণ্টা পরে শেষ হয় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ। সিবিআইয়ের পেশ করা চার্জশিটে সাক্ষীর সংখ্যা ১২৮ জন। সিবিআইয়ের সূত্র জানাচ্ছে, দিনে দুই বা তিনজনের সাক্ষ্য নেওয়া হতে পারে। ছুটির দিনগুলি ছাড়া প্রায় প্রত্যেকদিনই বিচারপর্ব চলবে। ফলে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহের মধ্যে বিচারপর্ব শেষ করতে পারেন বিচারক।
2. পুলিশের উদ্দেশ্যে বির্তকিত মন্তব্য ও অশোক স্তম্ভকে অপমানের অভিযোগ। এবার রাজ্য বিজেপির সভাপিত সুকান্ত মজুমদারকে শোকজ করল নির্বাচন কমিশন। যার জেরে উপনির্বাচনের মুখে অস্বস্তি বাড়ল বিজেপির।
আগামী বুধবার অর্থাৎ ১৩ নভেম্বর বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন। ভোটকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি। তৃণমূলের অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে বিজেপি। রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে তৃণমূল। তার পরিপ্রেক্ষিতেই এবার পদক্ষেপ করল নির্বাচন কমিশন। শুধু সুকান্তই নন, শুভেন্দুর বিরুদ্ধেও কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। রাজ্যের নির্বাচনী আবহে অযথা বাংলাদেশ প্রসঙ্গ টেনে শুভেন্দু ঘৃণাভাষণ করছেন, সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন, এমনই অভিযোগে শুভেন্দু অধিকারীকে ‘সেন্সর’ করার আবেদন ঘাসফুল শিবিরের। এদিকে উপনির্বাচনের মাঝেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। পাহাড়ে যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়েই এদিন ৬ তৃণমূল প্রার্থীকে জয়ী করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।