দেশজুড়ে চালু হচ্ছে সিএএ। ভোটের আগেই বিজ্ঞপ্তি জারি মোদি সরকারের। সন্দেশখালিতে তদন্ত করবে সিবিআই-ই। হাই কোর্টের রায় বহাল শীর্ষ আদালতেও। দুর্নীতি কাণ্ডে তদন্তে ঢিলেমি নিয়ে হাই কোর্টে ভর্ৎসনা ইডি-সিবিআইকে। তৃণমূলের পদ থেকে ইস্তফা দেননি। জল্পনা উড়িয়ে মুখ খুললেন সায়ন্তিকা। শীর্ষ আদালতে খারিজ SBI-এর আর্জি। মঙ্গলবারের মধ্যেই জানাতে হবে নির্বাচনী বন্ডের তথ্য।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. দেশজুড়ে কার্যকর হল CAA বা নাগরিকত্ব সংশোধনী আইন। সপ্তাহ শুরুর সন্ধ্যাতেই অর্ডিন্যান্স জারি করে ঘোষণা মোদি সরকারের। ২০১৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। দেশজুড়ে বিক্ষোভের পরও ২০২০-র ১ জানুয়ারি বিলটি আইনে পরিণত হয়। গত কয়েক মাসে শাসক দলের একাধিক নেতা দাবি করেছিলেন, খুব শিগগির সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ জারি হতে চলেছে দেশে। এদিন সেই দাবিতেই সিলমোহর দিল অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও বিরোধীদের বক্তব্য, লোকসভা ভোটের আগে CAA ঘোষণা করা বিজেপির রাজনৈতিক চমক ছাড়া আর কিছুই নয়।
এদিকে নতুন আইনের বিরোধিতায় অনড় রাজ্যের শাসকদল। সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, কারও নাগরিকত্ব বাতিল হলে তা বরদাস্ত করা হবে না। তাঁর কটাক্ষ, “যদি এখন CAA করে বলে নাগরিকত্ব দিলাম, তবে কি এতদিন তারা নাগরিক ছিল না? কাউকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেলে চুপ করে থাকব না।” এই বিষয়ে যদি কোনও রকম বৈষম্য থাকে, তা মেনে নেওয়া হবে না বলেই হুঁশিয়ারি মমতার।
2. সন্দেশখালি মামলায় শীর্ষ আদালতে ধাক্কা রাজ্যের। রাজ্যের চ্যালেঞ্জ সত্ত্বেও হাই কোর্টের সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্টও। একইসঙ্গে রাজ্যকে ‘সুপ্রিম’ প্রশ্ন, শেখ শাহজাহানের গ্রেপ্তারিতে এত দেরি কেন? তবে কলকাতা হাই কোর্টের রায়ে রাজ্য পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে যে সব বিরূপ মন্তব্য ছিল, তা বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
সন্দেশখালির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার ৫৪ দিনের মাথায় অবশেষে গ্রেপ্তার শাহজাহান শেখ। মামলার তদন্ত করবে কেন্দ্র না রাজ্য, তা নিয়েও টানাপোড়েন চলেছে। রাজ্যপুলিশ তদন্ত করলে তা পক্ষপাতদুষ্ট হতে পারে বলেই বার বার আদালতে তা দাবি করা হয়। ইডির আর্জিতে সাড়া দিয়ে এই মামলার তদন্তের ভার সিবিআইয়ের হাতে তুলে দেয় হাই কোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু আগের রায়ই বহাল থাকল সুপ্রিম কোর্টেও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।