শিক্ষা দুর্নীতি মামলায় খারিজ জামিনের আবেদন। মিলল বিপুল সম্পত্তির হদিশ, ৩ দিনের ইডি হেফাজতে কুন্তল ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়। অ্যাডিনোর সঙ্গেই থাবা বসাচ্ছে ইনফ্লুয়েঞ্জাও। এসএসসির গ্রুপ সি-তে বাতিল ৮৪২ জনের নিয়োগপত্র। বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস পার্থ ভৌমিকের। স্ত্রীর অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই হাজিরা এড়ালেন তেজস্বী। আহমেদাবাদ টেস্টে সেঞ্চুরি শুভমান গিলের।
হেডলাইন:
আরও শুনুন: 10 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- ডিএ ধর্মঘটে থামল না সরকারি কাজ, আন্দোলনকারীদের তোপ অভিষেকের
আরও শুনুন: 9 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- গাড়ি কেনার টাকা দেন কুন্তল, ইডির জেরায় স্বীকার অভিনেতা বনি সেনগুপ্তের
বিস্তারিত খবর:
1. শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৩ দিনের ইডি হেফাজতের নির্দেশ তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করে শান্তনুর অভিযোগ, তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন দুর্নীতিতে ধৃত জেলবন্দিরা। ১৩ মার্চ ফের আদালতে পেশ করা হবে তাঁকে, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের বিচারপতির।
নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে টানা জেরার পর গ্রেপ্তার করেছে ইডি। সূত্রের খবর, স্কুলের চাকরি বিক্রির ক্ষেত্রে টাকা দেওয়ার ‘রেট’ বেঁধে দিতেন শান্তনু। এই শান্তনুর কথাতেই কুন্তলকে ১৯ কোটি টাকা দেওয়া হয়েছিল। এবং তা দিয়েছিলেন মামলায় ধৃত আরেকজন তাপস মণ্ডল। ধৃতের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলেও দাবি তদন্তকারীদের। শনিবার শান্তনুকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করার পর জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। কিন্তু জামিনের বিরোধিতা করে ইডির দাবি, অভিযুক্ত নিয়োগ দুর্নীতিতে জড়িত, তাই হেফাজতে রেখে জেরা করা প্রয়োজন। তবে ইডি ১৪ দিনের হেফাজতের আবেদন জানালেও শেষমেশ তিনদিন হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ইডির আরও দাবি, কুন্তল-শান্তনুদের টাকা দিয়েই চাকরি পাকা করেছিলেন অনেকে। তাঁরা কারা, তা বিশদে জানতে চাকরিপ্রাপ্তদেরও তলব করার কথা ভাবছে ইডি।
2. ঋতু বদলের মরশুমে একাধিক রোগের প্রকোপ বাড়ছে দেশজুড়ে। বিশেষত ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্টজনিত রোগের দাপটে জেরবার বাংলা-সহ একাধিক রাজ্য। সবরকম সতর্কতা সত্ত্বেও শিশুমৃত্যুর ঘটনা ঘটেই চলেছে বাংলায়। শনিবারও কলকাতার বি সি রায় হাসপাতালে প্রাণ হারিয়েছে এক শিশু। এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্যকে সতর্ক করে চিঠি পাঠাল কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিব, স্বাস্থ্যসচিবদের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে H1N1, H3N2 এবং অ্যাডিনো ভাইরাসের কথা। এসব ক্ষেত্রে হাসপাতালে রেখে চিকিৎসা করার যথাযথ পরিকাঠামো রয়েছে কি না, সমস্ত রাজ্যগুলিকে সেদিকে নজর দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। এদিকে রাজ্য সরকারের দাবি, অ্যাডিনোর দাপট নিম্নগামী। কমেছে ‘রেফার রোগ’ও। শনিবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, আগে দিনে ৮০০-৯০০ জন অ্যাডিনো সংক্রমিত হচ্ছিল। বর্তমানে সেই সংখ্যা কমেছে অনেকটা। এখন দিনে ৫৫০-৬০০টি সংক্রমণের খবর আসছে। রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাডিনোর প্রকোপে রাজ্যে ১৯ শিশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৩ জনের কো-মর্বিডিটি ছিল বলে দাবি রাজ্যের। তবুও অ্যাডিনোর সংক্রমণ ও ইনফ্লুয়েঞ্জার H3N2 ভাইরাসের গতিবিধির দিকে নজর রাখতে এদিনই ৮ সদস্যের টাস্কফোর্স গড়ল রাজ্য সরকার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।