DA নিয়ে বড় ঘোষণা রাজ্যে। একাধিক জেলাশাসক, পুলিশ সুপার বদল নবান্নর। NEET ইস্যুর জল গড়াল শীর্ষ আদালতে। কাউন্সেলিংয়ে স্থগিতাদেশের আর্জি খারিজ। ভোটের পর কেন্দ্রকে বার্তা RSS প্রধানের। মানিকতলা উপনির্বাচনে প্রার্থী হতে পারেন সাধন জায়া সুপ্তি পাণ্ডে। নতুন মরশুমে মোহনবাগানের হটসিটে নতুন কোচ। হাবাস জমানায় ইতি, দলের দায়িত্ব হোসে মোলিনার।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. জামাইষষ্ঠীর আগেই সরকারি কর্মচারীদের সুখবর। ডিএ নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। জানা যাচ্ছে, বর্ধিত হারে ডিএ-র সুবিধা পাওয়া যাবে আগামী ১ এপ্রিল থেকেই। লোকসভা ভোটের আগেই ডিএ ৪ শতাংশ বাড়িয়েছিল রাজ্য সরকার। ১ মে থেকে বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা ছিল সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং শিক্ষক-শিক্ষিকাদের। তবে ভোটের প্রচারে গিয়ে মমতা জানান, “১ মে থেকে নয়, ১ এপ্রিল থেকে টাকাটা দেব।” ভোট মিটতেই সেই কথা রাখলেন মমতা। এদিকে, একাধিক জেলার জেলাশাসক, পুলিশ সুপার থেকে মহকুমাশাসক বদল করল নবান্ন। ভোটের সময় বহু আইপিএস, আমলাকে বদলি করেছিল নির্বাচন কমিশন। এবার তাঁদের যথাস্থানে ফেরানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন। রাজ্যের বিধায়ক লাভলি মৈত্রর স্বামী সৌম্য় রায়কে পুনরায় দক্ষিণ-পশ্চিম কলকাতার ডিসি পদে বহাল হলেন। পুরুলিয়ার পুলিশ সুপার পদে ফিরলেন আইপিএস আধিকারিক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আশিস মৌর্যকে পুরুলিয়ার এসপি পদে বসিয়েছিল কমিশন, তাঁকে আসানসোল-দুর্গাপুর পুলিশে ডিসি পদে নিয়োগ করা হল। এছাড়া আরও বেশ কয়েকজন আইপিএস আধিকারিককে রদবদল করা হয়েছে। অন্যদিকে, ‘যোগ্যশ্রী’ প্রকল্পে রাজ্যের সংখ্যালঘু, ওবিসি ও জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদেরও যুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য রাজ্য়ের তফসিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণের জন্য চালু করা এই প্রকল্পে বাকি ছাত্রছাত্রীদেরও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
2. NEET-এ দুর্নীতির জল গড়াল শীর্ষ আদালতে। প্রশ্ন ফাঁস থেকে অন্যায়ভাবে গ্রেস নম্বর, অভিযোগে পুনরায় পরীক্ষার দাবি উঠেছিল। সেই মামলার আর্জি খারিজ করল দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে নিটের কাউন্সেলিংয়ে স্থগিতাদেশের আবেদনও খারিজ করা হয়েছে আদালতের তরফে। সব মিলিয়ে নিট মামলার শুনানির প্রথম দিনেই জোর ধাক্কা খেলেন পরীক্ষার্থীরা। যদিও মামলার ভিত্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব তলব করেছে আদালত। মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লার অবকাশকালীন বেঞ্চ এমনটাই জানিয়েছে। তবে পরীক্ষা নিয়ে যে সব অভিযোগ উঠছে তার লিখিত জবাব তলব করা হয় আয়োজন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে। আগামী ৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।