রাজ্যে অশান্তির পরিবেশ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বদল হাওড়া সিটি ও গ্রামীণের পুলিশ কমিশনারের পদেও। নূপুর শর্মার মন্তব্যের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। বেলডাঙায় গ্রেপ্তার প্রথম বর্ষের ছাত্রীকে জেল হেফাজতের নির্দেশ। ফের বাড়ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৮,৩২৯ জন। রাজ্যে একদিনে আক্রান্ত ১৩৯। জেলা হাসপাতালগুলিকে সতর্কবার্তা স্বাস্থ্যদপ্তরের।
হেডলাইন:
আরও শুনুন: 10 জুন 2022: বিশেষ বিশেষ খবর- মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া না দিয়ে ফের রেল-রাস্তা অবরোধ হাওড়ায়
আরও শুনুন: 9 জুন 2022: বিশেষ বিশেষ খবর- বাংলা ভাগ নিয়ে মুখ খোলা বারণ, রাজ্যের বিজেপি নেতাদের নির্দেশ নাড্ডার
বিস্তারিত খবর:
1. হাওড়ায় অশান্তির পরিবেশ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কোনোরকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না, বলেই জানিয়েছেন তিনি। রাজ্যের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্য কড়া পদক্ষেপের পথেই হাঁটল প্রশাসন। শনিবার সকালেই উলুবেড়িয়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা জারি থাকবে আগামী ১৫ জুন পর্যন্ত। ৫ জনের বেশি জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। এদিকে শুক্রবারই উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপির কার্যালয়ে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। শনিবার সকালে অগ্নিদগ্ধ দলীয় কার্যালয় পরিদর্শনে যান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তবে পথেই আটকানো হল বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। পুলিশি বাধা উপেক্ষা করে রাস্তায় বেরনোর অভিযোগে গ্রেপ্তার করা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। অশান্তির পরিবেশ নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে হাওড়া পুলিশেও করা হল বড়সড় রদবদল। শনিবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, এডিজি (আইন-শৃঙ্খলা)-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক হাওড়া সিটি পুলিশ কমিশনার পদের দায়িত্ব দেওয়া হয় আইপিএস আধিকারিক এবং কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে। প্রাক্তন কমিশনার সি সুধাকরণকে বদলি করে আনা হল কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে। অন্যদিকে হাওড়া গ্রামীণ পুলিশের এসপি পদ থেকে সরানো হল সৌম্য রায়কেও। সেই পদে এলেন আইপিএস স্বাতী ভাঙারিয়া। সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে পুলিশ প্রশাসনে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
2. বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত বক্তব্যের সমর্থনে সোশ্যাল মিডিয়া পোস্ট করার অভিযোগে বেলডাঙার এক কলেজ ছাত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তারি ঘিরে উত্তেজনা ছড়াল বেলডাঙা থানা এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বেলডাঙা-১ নং এবং বেলডাঙা-২ ব্লক, শক্তিনগর, রেজিনগরে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। সোশ্যাল মিডিয়ায় পোস্টের জেরে স্নাতক স্তরের প্রথম বর্ষের ওই ছাত্রীর গ্রেপ্তারির দাবিতে সরব হন বেলডাঙার বাসিন্দাদের একাংশ। বাড়তে থাকে উত্তেজনার পারদ। শেষমেশ লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্রীকে বেলডাঙায় থানায় আনার পরই ভিড় বাড়তে থাকে। শুক্রবার রাতে আচমকাই থানার সামনে মোতায়েন থাকা পুলিশের ওপর শুরু হয় ইটবৃষ্টি। জখম হন কয়েকজন পুলিশকর্মী। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। শনিবার দুপুরে ওই ছাত্রীকে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশের উপর হামলার অভিযোগে মামলা শুরু হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।