ডোমজুড়ে সোনার দোকান লুঠে মাস্টারমাইন্ড বিহারের ‘চাচি’। বিহার থেকেই মহিলা-সহ ৫ জনকে গ্রেপ্তার গোয়েন্দাদের। আম্বানি-পুত্রের বিয়েতে মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। মাওবাদী নেতা অর্ণবের পিএইচডি নিয়ে জটিলতা। বন্দির পাশে দাঁড়িয়ে উপাচার্যকে তোপ কুণাল ঘোষের। পাকিস্তানের মাটিতে খেলতে যেতে নারাজ টিম ইন্ডিয়া। বিকল্প ভেন্যুর ব্যবস্থা করার দাবি বিসিসিআই-এর। ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে দল কিনলেন সৌরভও। প্রাক্তন ক্যাপ্টেনের হাত ধরে পথচলা শুরু কলকাতা রয়্যাল টাইগার্সের।
হেডলাইন:
আরও শুনুন: 9 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- অগ্নিমূল্য বাজার, ১০ দিনের মধ্যে দাম কমানোর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. সাদামাটা বধূর বেশে ডাকাতির ষড়যন্ত্র। ডোমজুড়ে সোনার দোকান লুঠের অভিযোগে গ্রেপ্তার বিহারের ‘চাচি’। বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডে বিহার থেকে হাওড়ায় আনা হল ধৃত ‘চাচি’ ওরফে আশা দেবীকে। তার সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে আরও ৪ জনকে।
গত ১১ জুন ডোমজুড়ের একটি সোনার গয়নার দোকানে হানা দেয় ৬ দুষ্কৃতী। দোকানের মালিক ও কর্মচারীদের হাত-পা বেঁধে, বন্দুকের বাঁট দিয়ে মাথায় মেরে প্রায় আধঘণ্টা ধরে অপারেশন চলে। দোকানের যাবতীয় সোনার গয়না লুট করে তারা। ঘটনার তদন্তে নামেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। আর সেই তদন্তের সূত্র ধরেই ভিনরাজ্য থেকে গ্রেপ্তার করা হল এই ৫ জনকে। আগে কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংয়ের গ্যাংয়ে ছিল বিহারের সমস্তিপুরের বাসিন্দা ‘চাচি’। স্বামী, সন্তান নিয়ে সংসারও রয়েছে তার। পুলিশের দাবি, মোটা টাকার বিনিময়ে ডাকাতদলকে লজিস্টিক সাপোর্ট দিত ‘চাচি’। ডোমজুড়ে ডাকাতির প্রায় মাসতিনেক আগে সে আসানসোলে আসে। সেখানে ভাড়াবাড়িতে বসে ডোমজুড়ের সোনার দোকানে ডাকাতির ব্লুপ্রিন্ট তৈরি করে সে। ডাকাতদের আসা যাওয়ার পথ ঠিক করা, বাইক এবং গাড়ির ব্যবস্থা, লুটের জিনিস বিক্রি, সমস্ত বন্দোবস্ত করে সে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ডাকাতির ঘটনায় আরও নানা তথ্য সামনে আসবে বলেই আশা তদন্তকারীদের।
2. আম্বানিদের আমন্ত্রণে দুদিনের মুম্বই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত-রাধিকার বিয়ের নিমন্ত্রণ রক্ষার পাশাপাশি সারবেন একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচিও। বৃহস্পতিবার মুম্বই উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি নিজেই জানান, শুক্রবারই উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ারের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। সেদিনই অখিলেশেরও আসার কথা মুম্বইয়ে। আসলে ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ডে মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের এলাহি আয়োজন। সেই উপলক্ষে বহু হেভিওয়েটের সঙ্গে নিমন্ত্রিত একাধিক রাজনৈতিক নেতা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে উত্তরপ্রদেশের সপা সুপ্রিমো অখিলেশ যাদব– আম্বানি পরিবারের আমন্ত্রণ পেয়েছেন সকলে। আর এই আমন্ত্রণে সাড়া দিয়ে মুম্বই যাচ্ছেন প্রায় সকলেই। আর এই অনুষ্ঠানের মাঝেই উদ্ধব ঠাকরে, শরদ পওয়ার, অখিলেশ যাদবদের সঙ্গে রাজনৈতিক আলোচনা সেরে নেবেন তৃণমূল সুপ্রিমো।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।