‘এক দেশ, এক ভোট’ প্রস্তাবে সরাসরি বিরোধিতা মমতার। ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হোক বাংলাকে। দাবি করে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি মুখ্যমন্ত্রীর। সন্দেশখালিতে আক্রান্ত ইডির বিরুদ্ধে চুরির অভিযোগ। ৩১ জানুয়ারি শুরু সংসদের বাজেট অধিবেশন। প্রয়াত কবি দেবারতি মিত্র। ৭৭ বছর বয়সে কলকাতার বাসভবনে প্রয়াত হলেন তিনি।
হেডলাইন:
আরও শুনুন: 10 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- দলের অন্দরের কথা বাইরে নয়, সংঘবদ্ধ লড়াইয়ের বার্তা মমতা-অভিষেকের
আরও শুনুন: 9 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- প্রয়াত উস্তাদ রাশিদ খান, শোকের ছায়া বাংলার সংস্কৃতিজগতে
বিস্তারিত খবর:
1. ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাবের সরাসরি বিরোধিতা করে এবার কেন্দ্রকে চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে গণতন্ত্রের মোড়কে একনায়কতন্ত্র বলেই দাবি তাঁর। কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিক ডক্টর নীতেন চন্দ্রকে চিঠি লিখে তিনি যুক্তি দিয়েছেন, ”এক দেশ, এক ভোট-এর প্রস্তাব কার্যকর করতে গেলে একক নির্বাচনী কাঠামো তৈরি করা দরকার, তা কীভাবে সম্ভব? এছাড়া বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে বিধানসভা নির্বাচন হয়। একসঙ্গে সমস্ত নির্বাচন করতে হলে সেসব রাজ্যের সরকারের মেয়াদ তড়িঘড়ি কমে যাবে। তবে কি তারা নির্বাচিত সরকার ভেঙে নতুন করে নির্বাচনের পথে হাঁটবে? এটা কি যুক্তিগ্রাহ্য?” ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাবকে সংবিধানও মান্যতা দেয় কি না, এই প্রশ্ন তুলেছেন মমতা। এই প্রস্তাবকে গণতন্ত্র ও সংবিধানের পরিপন্থী বলে দাবি করেই তীব্র আপত্তি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।
2. বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবিতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন তিনি। এমনিতে ১৫০০ বা তারও বেশি বছরের পুরনো কোনও ভাষা, যার সাহিত্যভাণ্ডার প্রাচীন এবং সমৃদ্ধ, তেমন ভাষাকে ধ্রুপদী ভাষার তকমা দেওয়া চলে। সেখানে বাংলা ভাষার বয়স এবং চলন আড়াই হাজার বছরেরও বেশি। সেই তথ্যপ্রমাণ তুলে ধরেই বাংলা ভাষার বিশেষ মর্যাদার দাবিতে সরব রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের নামবদল নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।