অক্ষয় তৃতীয়াতেই উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের। বাংলাদেশ সমস্যাকে হাতিয়ার করে অশান্তির চেষ্টা বাংলায়। উদ্বিগ্ন মমতা, তবে আস্থা কেন্দ্রের উপরেই। দিলেন সংখ্যালঘুদের বাংলায় ফেরার ভরসাও। এখনও মুক্তি নেই চিন্ময় প্রভুর। আগাম জামিনের আর্জির শুনানি খারিজ চট্টগ্রামে। ইসকনের সন্ন্যাসীর জামিন নিয়ে বাংলাদেশে অব্যাহত টানাপোড়েন। বাংলাদেশে ‘গৃহবন্দি’ চঞ্চল চৌধুরী। নিউ ইয়র্ক যাওয়ার পথে বিমান থেকে নামাল সেনা। ইউনুস সরকারের কোপে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. অক্ষয় তৃতীয়াতেই উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের। আগামী বছরেই দিঘায় শুরু হবে রথযাত্রাও। তিন মাসের মধ্যেই শেষ হবে নির্মাণকাজ, বুধবার মন্দির পরিদর্শনের পর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন হবে মন্দির, এদিন সেই নীলনকশাও স্পষ্ট করে দিলেন তিনি। সঙ্গে জানালেন, রথযাত্রার বানিয়ে দেবেন সোনার ঝাড়ু। আর সেই উদ্দেশ্যে নিজের অ্যাকাউন্ট থেকে অনুদান দেবেন পাঁচ লক্ষ টাকা।
মন্দির পরিদর্শনে এদিন মুখ্যসচিব মনোজ পন্থ, জেলাশাসক, বিধায়ক ছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গী ছিলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। ‘রীতি’ ভেঙে এবার রথযাত্রায় দিঘার মন্দিরে থাকবেন মুখ্যমন্ত্রী, থাকবেন ইসকনের ভাইস প্রেসিডেন্টও। মন্দির পরিচালনার জন্য মুখ্যসচিবকে মাথায় রেখে তৈরি হচ্ছে ট্রাস্টি বোর্ড। মুখ্যমন্ত্রী জানান, ২২ একর জমির উপর মন্দির তৈরি করতে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। আগামী আরও কয়েক বছর মন্দিরের সমস্ত খরচ বহন করবে সরকার। রাজ্য-দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বের মানুষকে দিঘার মন্দিরে আসার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2. ‘বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে’, দিঘা থেকে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো বেশ কিছু ভিডিও ছড়িয়েছে বলেও দাবি করলেন তিনি। যা ব্যবহার করে বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। তাঁর আহ্বান, বাংলাদেশের সংখ্যালঘু যাঁরা ফিরতে চান, তাঁরা যেন দ্রুত ফিরে আসেন। তাঁদের জন্য বর্ডার খোলাই রয়েছে, ভিসাও পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, “হিন্দুদের উপর নির্যাতন কখনই মেনে নেব না। যারা আক্রান্ত তাঁরা বাংলায় চলে আসুন।” তবে তিনি এও জানিয়ে দেন যে, বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্রের আওতায়, যা সিদ্ধান্ত নেওয়ার তা ভারত সরকার নেবে। অর্থাৎ এই ইস্যুতে এদিন ফের কেন্দ্রের উপর আস্থাই স্পষ্ট করে দিলেন মমতা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।