আর জি কর কাণ্ডে অপসারিত সুপার। দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসক সংগঠনের। দোষীর কড়া শাস্তির দাবিতে সরব সৌরভ-মিমি। বাড়ল আর জি কর হাসপাতালের নিরাপত্তা। মৃতার পরিবারের পাশে কামদুনির প্রতিবাদীরা। হিন্ডেনবার্গের নয়া রিপোর্টে ঘিরে উত্তেজনা। মোদিকে দুষে সংসদীয় কমিটির তদন্ত দাবি খাড়গের। হামলার প্রতিবাদ রাস্তায় নামলেন বাংলাদেশের হিন্দুরা। হামলাকারীদের কড়া বার্তা ইউনুসের। প্যারিস অলিম্পিকে শেষ ভারতের অভিযান।
হেডলাইন:
আরও শুনুন: 8 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ মোদি-মমতার, আগামিকাল দেহদান
বিস্তারিত খবর:
1. হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-খুনের জের, সরানো হল আর জি কর হাসপাতালের সুপারকে। জানা গিয়েছে, সুপার সঞ্জয় বশিষ্ঠের বদলে এবার দায়িত্ব সামলাবেন হাসপাতালের ডিন ডাঃ বুলবুল মুখোপাধ্যায়। এদিকে, আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের উপর যৌন হেনস্থা ও খুনের ঘটনার রেশ আছড়ে পড়েছে দেশজুড়ে। সুবিচারের দাবিতে সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। পাঁচ দফা দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে নামতে চলেছেন সংগঠনের সদস্যরা। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি হয়েছে। অন্যদিকে, আর জি কর হাসপাতালের সুপারকে অপসারণের পরও আন্দোলনের আঁচ কমছে না। দলমত নির্বিশেষে ছাত্র সংগঠনগুলোর দাবি, প্রিন্সিপালকে সরাতে হবে। অন্যথায় তাঁরা কেউ কাজ করবেন না। জুনিয়র চিকিৎসকদের দাবি, সুপারের অপসারণ চোখে ধুলো দেওয়া। প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে সরাতে হবে। তাঁদের এই কর্মসূচিতে সমাজের বিশিষ্টজনদের শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। এমনিতেই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। তারকারাও এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এবার মুখ খুললেন মিমি চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘটনার তীব্র নিন্দা করেছেন তাঁরা। একইসঙ্গে দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের পক্ষেও সওয়াল করেছেন দুজনেই।
2. হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের মৃত্যু থেকে শিক্ষা। বাড়ল আর জি কর হাসপাতালের নিরাপত্তা। কলেজ ও হাসপাতালের পুলিশি নিরাপত্তা আরও বাড়াতে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। রাতে সাদা পোশাকের মহিলা পুলিশ মোতায়েন থাকবে। প্রয়োজনে তাঁদের ওয়ার্ডে এবং লেডিজ হস্টেলে প্রবেশের অধিকার থাকবে। বিক্ষোভরত চিকিৎসকদের আশ্বস্ত করে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, “শুধু আর জি কর নয়, কলকাতা-সহ রাজ্যের সব মেডিক্যাল কলেজেই সিসিটিভির ব্যবস্থা করা হবে।” এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মহিলাদের নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখা হবে না বলে সাফ জানান স্বাস্থ্যসচিব। এদিকে, রবিবার আর জি কর হাসপাতালে মৃত চিকিৎসকের বাড়িতে যান কামদুনির প্রতিবাদীরা। টুম্পা কয়াল, মৌসুমী কয়াল-সহ বেশ কয়েকজন যান মৃতার সোদপুরের বাড়িতে। মৃতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন কামদুনির প্রতিবাদীরা। একইসঙ্গে এদিনই তদন্তের অগ্রগতির খবর জানাতে মৃতার বাড়িতে যান জয়েন্ট সিপি। জানা গিয়েছে, পরিবারের যাবতীয় যা দাবি তিনি জেনেছেন। পুলিশের আশ্বাস, দোষী শাস্তি পাবেই। পাশাপাশি এদিন পুলিশের তরফে ময়নাতদন্তের রিপোর্টের কপিও তুলে দেওয়া হয়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।