যাদবপুরে পড়ুয়া মৃত্যু নিয়ে বিতর্ক বাড়ল আরও। আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগে সরব পরিবার। পুলিশের হাতে আটক এক প্রাক্তনী, চলছে জিজ্ঞাসাবাদ। প্রধানমন্ত্রীর কথাতেই মণিপুরে পদক্ষেপ করছে না সেনা। ফের মোদিকে তোপ রাহুলের। সংসদের কার্যবিবরণী থেকে ‘ভারতমাতা’ শব্দ বাদ নিয়েও ক্ষুব্ধ সাংসদ। বদলে যাচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডের নাম। বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে ফুল উপহার কুণাল ঘোষের। কংগ্রেসের পর এবার শাস্তির খাঁড়া আপের উপর। অনির্দিষ্টকালের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড রাঘব চাড্ডা।
হেডলাইন:
আরও শুনুন: 10 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- মণিপুরে অশান্তির দায় কংগ্রেসের, অনাস্থার জবাবে বিরোধীদের তোপ মোদির
আরও শুনুন: 09 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- মণিপুর নিয়ে তোপের মাঝেই ফ্লাইং কিস বিতর্ক, সংসদে ফিরেই চর্চায় রাহুল
বিস্তারিত খবর:
1. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় নয়া মোড়। আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগে সরব পরিবার। মৃত ছাত্রের বাবার এফআইআর মোতাবেক এবার বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে আটক করল পুলিশ। দফায় দফায় জেরার পরই সৌরভ চৌধুরী নামে ওই প্রাক্তনীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান শঙ্খশুভ্র চক্রবর্তী।
স্বপ্নদীপের বাবা পুলিশকে জানিয়েছেন, গত ৩ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি চায়ের দোকানে তাঁর সঙ্গে আলাপ হয়েছিল সৌরভের। ২০২২ সালে অঙ্কে এমএসসি পাশ করা ওই প্রাক্তন পড়ুয়া এখন মেস কমিটিতেও রয়েছেন। স্বপ্নদীপের বাবাকে এই সৌরভই জানিয়েছিলেন, হস্টেলে গেস্ট হয়ে থাকা যায়। সেইমতোই মেন হস্টেলে এক ছাত্রের ঘরে স্বপ্নদীপকে রাখার ব্যবস্থা করা হয়। স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় পড়ুয়াদের পাশাপাশি ডিন অফ স্টুডেন্টস রজত রায় এবং হস্টেল সুপারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে, এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সুবিচারের দাবিতে যাদবপুর থানা ঘেরাও করে বিজেপি। ক্যাম্পাসে মিছিল করে এবিভিপি। যাদবপুর থানার অদূরে ওই মিছিল আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এবিভিপি কর্মী-সমর্থকদের। অন্যদিকে ঘটনার দায়ে রাজ্যপালের দিকে অভিযোগের আঙুল তুলেছে রাজ্যের শাসক দল।
2. মণিপুর ইস্যুতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ রাহুল গান্ধীর। কংগ্রেস সাংসদের দাবি, “দু’দিনেই মণিপুর শান্ত করতে পারে সেনা। কিন্তু প্রধানমন্ত্রী চাইছেন মণিপুর জ্বলুক। তাই পরিস্থিতি এই জায়গায় পৌঁছে গিয়েছে।” বৃহস্পতিবার মণিপুর নিয়ে মোদির বক্তব্যের সময় সংসদে ছিলেন না রাহুল। তবে এদিন সেই ইস্যুতেই মোদিকে একহাত নিলেন তিনি। শুধু তাই নয়, সংসদের কার্যবিবরণীতে তাঁর ভাষণ থেকে ‘ভারতমাতা’ শব্দটি বাদ পড়া নিয়েও ক্ষুব্ধ রাহুল গান্ধী। লোকসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল অভিযোগ করেছিলেন, মণিপুরে ভারতমাতাকে হত্যা করা হয়েছে। স্পিকার ওম বিড়লার নির্দেশে রাহুলের বক্তব্যের সেই অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে রাহুলের অভিযোগ, ইতিহাসে এই প্রথমবার ‘ভারতমাতা’ শব্দটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ পড়ল। এবার কি এই দেশের মানুষ ভারতমাতাও বলতে পারবেন না? তিনি আরও বলেন, ভারতমাতা বলতে আসলে এক সমন্বয়ের, সম্প্রীতির আদর্শকে বোঝানো হয়, আর বিজেপি সেই আদর্শকেই হত্যা করেছে। এই শব্দটি বাদ দিয়েই আসলে ভারতমাতার অপমান করা হয়েছে বলে দাবি রাহুলের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।