গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের হাতে ধৃত এসএসসির দুই প্রাক্তন উপদেষ্টাকে তোলা হল আদালতে। কয়লা পাচার মামলায় ইডি-র নজরে রাজ্যের ৮ আইপিএস অফিসার। উপরাষ্ট্রপতি পদে শপথগ্রহণ জগদীপ ধনকড়ের। কর ফাঁকি মামলায় মহারাষ্ট্রে তল্লাশি আয়কর দপ্তরের। টেনিসকে বিদায় ঘোষণা ৪১ বছরের সেরেনা উইলিয়ামসের।
হেডলাইন:
আরও শুনুন: 10 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- নিয়োগ দুর্নীতি মামলায় দুই প্রাক্তন SSC কর্তাকে গ্রেপ্তার সিবিআই-এর
আরও শুনুন: 9 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- বিজেপির সঙ্গ অতীত, তেজস্বীকে সঙ্গে নিয়ে ফের বিহারের কুরসিতে নীতীশ
বিস্তারিত খবর:
1. গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার তাঁকে বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তারের পর আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। দাপুটে এই নেতাকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একাধিক শারীরিক সমস্যার কথা জানালেও আদালতে ছাড় পাননি তিনি। অসুস্থতার দোহাই দিয়ে এর আগেও দশ বার হাজিরা এড়িয়েছেন অনুব্রত। এর পরেই তদন্তে অসহযোগিতার অভিযোগ এনে বৃহস্পতিবার তাঁর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শতাধিক সিআরপিএফ নিয়ে বাড়িতে চলে তল্লাশিও। প্রায় দেড় ঘণ্টা জেরার পরে গ্রেপ্তার করা হয় দাপুটে এই তৃণমূল নেতাকে। এদিন আসানসোল আদালত থেকে তাঁকে সোজা কলকাতায় নিয়ে আসা হয়।এদিকে অনুব্রত-মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। অনুব্রত মণ্ডলকে পদ থেকে অপসারণ করা হবে কি না সে বিষয়ে মুখ না খুললেও, এদিন সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্য সাফ জানিয়ে দেন, “দুর্নীতি কোনওভাবেই বরদাস্ত নয়, এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, মানুষের কাছে ক্ষতিকর বা মানুষকে কেউ ঠকিয়েছে বলে মনে হলে দল তাঁকে সমর্থন করে না।” দল অন্যায়ের সঙ্গে আপস করবে না বলেও পরিষ্কার করে দেন মন্ত্রী। তবে কেন্দ্রীয় তদন্তকারীদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
2. এসএসসি দুর্নীতি মামলায় কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং তৎকালীন সচিব অশোক সাহাকে সাত দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আলিপুর আদালত। আগামী ১৭ আগস্ট পর্যন্ত দু’জনকেই থাকতে হবে সিবিআই হেফাজতে। বুধবারই সিবিআই আধিকারিকদের হাতে গ্রেপ্তার হন ওই দুজন। ওই দিনই তাঁদের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেখানেই দফায় দফায় জেরার পরে উপদেষ্টা কমিটির দুই সদস্যকে গ্রেপ্তার করে সিবিআই। বৃহস্পতিবার তাঁদের আলিপুর আদালতে তোলা হয়। যদিও কোন আদালতে তাঁদের পেশ করা হবে এ নিয়ে প্রাথমিক ভাবে সংশয় তৈরি হয়েছিল। তেমনটাই দাবি এসপি সিনহার আইনজীবী দীপায়ণ কুণ্ডুর। তাঁর অভিযোগ, সিবিআই দপ্তরে ফোন করে জানতে চাওয়ার পরেও কোন আদালতে তাঁদের তোলা হবে, তা জানানো হয়নি ঠিক করে। অনেক পরে জানা যায়, ব্যাঙ্কশাল আদালত নয়, তাঁদের আলিপুর আদালতে পেশ করা হবে। তবে এসপি সিনহার জামিনের আবেদন এদিন খারিজ হয়ে গিয়েছে আলিপুর আদালতে। এদিনের শুনানিতে সিবিআই আইনজীবীরা সওয়ালে বলেন, এসএসসি দুর্নীতি বৃহত্তর এক ষড়যন্ত্র। অনেক প্রভাবশালী এর সঙ্গে জড়িত। এর ভিত্তিতেই হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী ১৭ তারিখ ফের শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে আদালতে পেশ করা হবে।
শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।