রেড রোডে ইদের নমাজে হাজির মুখ্যমন্ত্রী, সঙ্গে অভিষেকও। উৎসবের আবহেও এজেন্সিকে তোপ নেত্রীর। ‘ট্রাফিক পুলিশের মতো সিবিআইকেও কেউ মানে না’। সন্দেশখালি ইস্যুতে মন্তব্য ফিরহাদের। শিক্ষক নিয়োগ দুর্নীতি পাহাড়েও। এবার মামলায় পদক্ষেপ রাজ্য সরকারের। ধর্ম আর দুর্নীতিকে ছাপিয়ে বড় সমস্যা বেকারত্ব। লোকসভার মুখে নয়া সমীক্ষায় চাপে বিজেপি। ফের ভারতসেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়।
হেডলাইন:
আরও শুনুন: 9 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- OMR তথ্য না পেলে বাতিল ২০১৪-র টেট, হুঁশিয়ারি বিচারপতি মান্থার
বিস্তারিত খবর:
1. প্রতিবারের মতো চলতি বছরেও রেড রোডের নমাজে উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এ নিয়ে অনেকসময়ই সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তার জবাবেই যেন মুখ্যমন্ত্রীর স্পষ্ট জবাব, “রেড রোডের নমাজ আমি কোনওদিন মিস করব না। আপনাদের সঙ্গে দেখা করার যে সুযোগ হয়, সেটা আমার জন্য আল্লার মেহেরবানি।” বরাবরের মতো এবারেও রেড রোড থেকে সাম্যের বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ, “বিজেপি বিভাজনের সবরকম চেষ্টা করবে। আমাদের একত্রিত থাকতে হবে। একটা ভোটও অন্য কোনও দলকে নয়।” বিজেপিকে একাধারে সিএএ-এনআরসি এবং অভিন্ন দেওয়ানি বিধির ত্রিফলায় বিঁধে মমতা বলেন, “এজেন্সিকে ভয় পাই না। প্রাণ থাকতে বাংলায় এনআরসি, সিএএ হতে দেব না।” নির্বাচনের সময় বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে টোপ দেওয়ার চেষ্টা করছে পদ্মশিবির, এই অভিযোগ তুলে মমতা সূক্ষ্মভাবে বুঝিয়ে দিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে মুসলিম সমর্থনের প্রয়োজন রয়েছে তৃণমূলের।
2. সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সেই ইস্যুতেই এবার বেফাঁস কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর মন্তব্য, “বিজেপি এখন সিবিআইকে যা তৈরি করে দিয়েছে তাতে মানুষ যেমন ট্রাফিক পুলিশকে ভয় পায় না, তেমন সিবিআইকেও ভয় পায় না।” এই মন্তব্যের পালটা দিয়েছে বিজেপিও। এক বিজেপি নেতার কটাক্ষ, “রাজ্যের মন্ত্রী হয়ে উনি বলছেন, ট্রাফিক পুলিশকে কেউ মানে না। বিপদের সময় মানুষ এভাবেই সেমসাইড গোল করেন।” তবে সব চাপানউতোর সত্ত্বেও আপাতত সন্দেশখালিতে তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থার। এদিকে সন্দেশখালিতে সিবিআই তদন্তকে স্বাগত জানালেন শেখ শাহজাহান। শুধু সিবিআই নয়, ইডি তদন্ত হলে আরও ভালো হবে বলেও মত সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।