‘গ্রেপ্তারিতে বিবেচ্য নয় রাজনৈতিক রং’। হাঁসখালি ধর্ষণ কাণ্ডে বার্তা মুখ্যমন্ত্রীর সামাজিক সুরক্ষা-সহ বিভিন্ন প্রকল্পে এক নম্বরে বাংলা। রাজ্যে ফের বিনিয়োগের ডাক মুখ্যমন্ত্রীর। উদ্বোধন করলেন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের। দেওঘরে ভয়াবহ রোপওয়ে দুর্ঘটনা। এসএসসি নিয়োগ মামলায় রিপোর্ট পেশ তদন্ত কমিটির। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।
হেডলাইন:
আরও শুনুন: 10 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- অন্তর্ধান নয়, স্বাধীনতার লড়াইয়ের বার্তা দিয়ে আসরে ইমরান
আরও শুনুন: 9 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- দেশে কমল কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের দাম
বিস্তারিত খবর:
১। হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য। ইতিমধ্যেই কিশোরীর প্রেমিক তথা স্থানীয় তৃণমূল নেতার ছেলে সোহেল গোয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই প্রসঙ্গে সোমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জানালেন, এ রাজ্যে অন্যায় করলে গ্রেপ্তারির সময় কোনও রাজনৈতিক রং দেখা হবে না। ঘটনার যথাযথ তদন্ত হবে বলেও আশ্বাস তাঁর। ইতিমধ্যেই ঘটনার জেরে হাইকোর্টে দায়ের হয়েছে দুটি জনস্বার্থ মামলা। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে প্রথমে জনস্বার্থ মামলা দায়েরের আরজি জানান এক আইনজীবী। তারপর বিজেপির তরফেও একই দাবি করা হয়। প্রধান বিচারপতি আবেদন মঞ্জুর করেন। এরপর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা রুজু হয়। ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন মামলাকারীরা। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। এদিকে, এই ঘটনায় দলীয় স্তরে তদন্ত শুরু করেছে তৃণমূল। রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি রত্না ঘোষ করকে এদিন ফোন করেন পার্থ চট্টোপাধ্যায়। ধর্ষণ কাণ্ডের খোঁজখবর নেন তিনি। রত্না ঘোষ কর জানান, “ইতিমধ্যেই অভিযুক্ত ধরা পড়েছে। রাজনীতির রং না দেখেই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত করবে শিশু সুরক্ষা কমিশনও। পাশাপাশি হাঁসখালির ঘটনা নিয়ে রাজ্যপয়ালের কাছে নালিশ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যসচিবের কাছে এ ব্যাপারে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
২। চলতি মাসেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসবে কলকাতায়। তার আগে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিলন মেলাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। সেইমতো একেবারে নতুন ভাবে গড়ে উঠল এই মেলা প্রাঙ্গণ, যার নাম দেওয়া হয়েছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। তারই উদ্বোধন করে সোমবার রাজ্যে ফের বিনিয়োগের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, “সামাজিক সুরক্ষা প্রকল্পে ১ নম্বরে বাংলা। চর্মশিল্পেও এক নম্বরে। জাতীয় স্তরে ১০০দিনের কাজ, MSME – সবেতেই বাংলা প্রথম। সেই কারণেই শিল্পপতিরা ইদানিং বাংলায় বিনিয়োগ করতে আগ্রহী।” রাজ্যের শিল্পবান্ধব পরিবেশও এদিন তুলে ধরেন মমতা। ল্যান্ড ব্যাংক থেকে রেজিস্ট্রেশনের সুবিধা তুলে ধরে আহ্বান জানান শিল্পপতিদের। এই মুহূর্তে রাজ্যের হাতে একাধিক প্রকল্প রয়েছে, যার সুফল আগামীতে পাবে বাংলা। আসন্ন বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যে আরও বিনিয়োগ আসবে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।