সুপ্রিম ডেডলাইনের পরেও অব্যাহত কর্মবিরতি। সাড়া মিলল না মুখ্যমন্ত্রীর বৈঠকের ডাকে। ই-মেলের ভাষা ‘অপমানজনক’, দাবি চিকিৎসকদের। সন্দীপ ঘোষকে হেফাজতে চাইল না সিবিআই। আগামী ২৩ তারিখ পর্যন্ত থাকতে হবে জেলে। আর্থিক দুর্নীতি মামলায় জেল বাকি তিনজনেরও। আর্থিক তছরুপ মামলায় জামিন অনুব্রত-কন্যার। ১৮ মাস পরে তিহাড় থেকে মুক্তি পাচ্ছেন সুকন্যা। ফের রক্তাক্ত মণিপুর। রেসপিরেটরি সাপোর্টে সংকটজনক সীতারাম ইয়েচুরি।
হেডলাইন:
আরও শুনুন: 8 সেপ্টেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, রাজনীতি থেকে বিদায় জহর সরকারের
বিস্তারিত খবর:
1. আর জি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তারেরা। কর্মবিরতি সিদ্ধান্তে নিঃশর্ত সমর্থন IMA রাজ্য শাখার। সুপ্রিম ডেডলাইন পার হয়ে গেলেও পাঁচ দফা দাবিতে স্বাস্থ্যভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চেয়ে ১০ প্রতিনিধিকে ইমেল করে নবান্নে ডাকেন মুখ্যমন্ত্রী। তবে নবান্নে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মেলের উত্তর আসেনি। সন্ধে সাড়ে সাতটা অবধি অপেক্ষা করে নবান্ন ছাড়েন মুখ্যমন্ত্রী। পালটা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, বৈঠকে আপত্তি নেই। কিন্তু ইমেলের ভাষা ‘অপমানজনক’। তা ছাড়া স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি তুলেছেন তাঁরা, এদিকে বৈঠকের জন্য যে মেলটি পাঠানো হয়েছে, তা গিয়েছে স্বাস্থ্যসচিবের ইমেল আইডি থেকেই।
এদিকে আগামী ১২ তারিখ, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল এবং ডিরেক্টরদের নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার, কমিশনারেটের সিপি, এমএসভিপি, সিএমওএইচদের থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।
2. আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় এবার জেল হেফাজতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হেফাজতে চাইল না সিবিআই। সন্দীপের আইনজীবী এদিনও তাঁর জামিন চাননি। সন্দীপ-সহ চারজনকে আগামী ২৩ তারিখ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগারে রাখা হবে সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, সুমন হাজরা এবং আফসার আলিকে।
হেফাজত শেষ হওয়ার পর মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করা হয় সন্দীপ-সহ চারজনকে। আদালত কক্ষেই ওঠে ‘জাস্টিস’ স্লোগান। শুনানি শেষ হয়ে গেলেও সন্দীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলা আইনজীবীরা। বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে আদালতে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে সিবিআইয়ের গাড়িতে ওঠেন সন্দীপ। সেই সময়েও জুতো ছোড়া হয় সন্দীপকে লক্ষ্য করে। সিবিআইয়ের আইনজীবীদের দাবি, কিছু তথ্য প্রমাণের ডিজিটাল ক্লোনিং করা হবে, সংগ্রহ করা হচ্ছে আরও কিছু তথ্য। তার ভিত্তিতে পরে ৬ দিনের জন্য ফের সন্দীপকে হেফাজতে নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।