ত্রিধারার মণ্ডপে স্লোগানিং-এর জের। ধৃত ৯ জনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। ৩টি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের। সপ্তমীতে শহরজুড়ে ‘অভয়া পরিক্রমা’। মিছিলে বাধা পুলিশের, বচসা একাধিক জায়গায়। আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের চিঠি দিল পুলিশ।প্রয়াত রতন টাটা। মুম্বইয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য শিল্পপতির। সাহিত্যে নোবেল হান কাং-এর।
হেডলাইন:
আরও শুনুন: 8 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- তৃতীয়বার হরিয়ানার মসনদে বিজেপি, কাশ্মীরে এনসি-কংগ্রেস জোট
বিস্তারিত খবর:
1. ত্রিধারা সম্মিলনীর পুজোমণ্ডপে স্লোগানিং-এর জের। ধৃত ৯ জনের ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। প্রতিবাদে কোর্টের বাইরে বাইরে তুমুল বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা। ষষ্ঠীর রাতে দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনীর পুজোমণ্ডপে বিচারের দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলেন কয়েকজন বিক্ষোভকারী। তাঁদের মধ্যে ৯ জনকে আটক করে কলকাতা পুলিশ। প্রতিবাদে অনশন মঞ্চ থেকে লালবাজার অভিমুখে মিছিল শুরু করেন জুনিয়র ডাক্তারদের একাংশ। মিছিল আটকাতে আগেভাগেই বেন্টিং স্ট্রিটে ব্যারিকেড করে দেয় পুলিশ। রাতভর চলে বিক্ষোভ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হয়। সেই সময় আদালত চত্বরেও তুমুল বিক্ষোভ শুরু হয়। জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে ৩টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। আদালতে পুলিশ দাবি করে, ধৃত ৯ জনের হোয়াটস্অ্যাপ চ্যাটে পূর্ব পরিকল্পনামাফিক অশান্তি পাকানোর আভাস পাওয়া গিয়েছে। সওয়াল জবাবের পর আদালত ধৃত ৯ জনের ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
2. সপ্তমীতে শহরজুড়ে ‘অভয়া পরিক্রমা’। আর জি করে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের বিচার এবং হাসপাতালের নিরাপত্তার দাবিতে এদিন ফের পথে নামেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলায় মিছিলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বাধা অগ্রাহ্য করেই এগিয়ে যায় মিছিল। একের পর এক পুলিশের ব্যারিকেড সরিয়ে কলেজ স্কোয়ার পৌঁছন আন্দোলনকারীরা। সেখানেও পুলিশের সঙ্গে বচসায় জড়ান তাঁরা। একইভাবে দক্ষিণ কলকাতা জারি ছিল বিক্ষোভ। তাতে পুলিশের পাশাপাশি বাধা দেন পুজো মণ্ডপের কর্তারাও। সার্ভে পার্ক দুর্গোৎসব কমিটির বিরুদ্ধে প্রতিবাদীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে, ভিড়ের মাঝে ‘অভয়া পরিক্রমা’র মাধ্যমে নিছক অশান্তি করা হচ্ছে বলেই অভিযোগ তোলেন কুণাল ঘোষ। মিছিলের নেপথ্যে ‘গভীর ষড়যন্ত্র’ দেখছেন তৃণমূল নেতা। অন্যদিকে, আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের চিঠি দিল পুলিশ। জানা যাচ্ছে, অনশনরত জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতির কথা জেনেই এমন পদক্ষেপ। আন্দোলনারী চিকিৎসকদের চিঠিতে অনশন প্রত্যাহারের কথা বলেছেন হেয়ার স্ট্রিট থানার ওসি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।